প্রবল দাবদাহের পরই কি ঘূর্ণাবর্ত নাকি কলকাতা ভাঙবে ১২২ বছরের রেকর্ড?

 কলকাতা আরও ২দিন বৃষ্টিহীন থাকলেই ভাঙতে চলেছে ১২২ বছরের রেকর্ড।

Updated By: Apr 29, 2022, 05:01 PM IST
প্রবল দাবদাহের পরই কি ঘূর্ণাবর্ত নাকি কলকাতা ভাঙবে ১২২ বছরের রেকর্ড?

নিজস্ব প্রতিবেদন : ক্যালেন্ডারের পাতায় ৬০ দিন পেরিয়ে গিয়েছে। গত ২২ বছরে এবারই সবচেয়ে বেশি দিন বৃষ্টিহীন কলকাতা। শেষ ধারাপাত হয়েছিল ২৮ ফেব্রুয়ারি। তারপর থেকেই কলকাতায় রুখা-শুখার পালা শুরু। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এখনও বৃষ্টির কোনও নামগন্ধ নেই কলকাতায়। আগামী মঙ্গলবার, ৩ তারিখ, হয়তো কলকাতায় বৃষ্টি হতে পারে। আর তাই যদি হয়, তবে এবার ১২২ বছরের রেকর্ড ভাঙতে চলেছে কলকাতা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া তথ্য বলছে, আগামী দু'দিনও যদি কলকাতায় কোনও বৃষ্টি না হয়, অর্থাৎ কলকাতা আরও ২দিন বৃষ্টিহীন থাকলেই ভাঙতে চলেছে ১২২ বছরের রেকর্ড। সেক্ষেত্রে বিগত ১২২ বছরে মার্চ-এপ্রিল পুরোপুরি বৃষ্টিহীন কাটল কলকাতাতে। ৩০ এপ্রিল পর্যন্ত যার সম্ভাবনা-ই সবচেয়ে বেশি। কারণ আলিপুর আবহাওয়া দফতর ৩ তারিখের আগে কলকাতায় কোনও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না। হাওয়া অফিস ৩ তারিখ কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা বললেও, এটাও জানিয়েছে যে সেরকম ভারী কোনও বৃষ্টি হবে না।

একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহ জারি থাকবে। আরও ২ দিন তাপপ্রবাহ চলবে। আজও শুষ্ক আবহাওয়া-ই থাকবে। ৩ দিন পর থেকে তাপমাত্রা একটু কমবে। ২ তারিখ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। যদিও কলকাতায় ৩ তারিখের আগে আশার আলো দেখছেন না আবহাওয়াবিদরা। অন্যদিকে, হাওয়া অফিস আরও জানাচ্ছে যে, ৪ তারিখ, বুধবার থেকে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ঘনীভূত হতে পারে নিম্নচাপ। ফলে প্রবল দাবদাহের পরই প্রবল বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ? উত্তর সময়ের অপেক্ষায়।

আরও পড়ুন, প্রেমে কাঁটা মা, নববর্ষে খুন মেয়ের! প্রেমিককে লেখা চ্যাটে ফাঁস নাবালিকার কুকীর্তি

স্কুলের পথে নাবালিকার হাত ধরে টানাটানি-শ্লীলতাহানি, অভিযুক্তকে গণধোলাই জনতার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.