ডেঙ্গিতে মৃত্যু ৯ মাসের অন্তঃসত্ত্বার

ডেঙ্গিতে মৃত্যু হল অন্তঃসত্ত্বার।ঘটনাটি উল্টোডাঙার মুরারীপুকুরের। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবার। 

Updated By: Nov 18, 2017, 09:51 PM IST
ডেঙ্গিতে  মৃত্যু ৯ মাসের অন্তঃসত্ত্বার

নিজস্ব প্রতিবেদন: ডেঙ্গিতে মৃত্যু হল অন্তঃসত্ত্বার।ঘটনাটি উল্টোডাঙার মুরারীপুকুরের। হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবার। 

উল্টোডাঙার কাছে মুরারীপুকুরের বাসিন্দা ছিলেন জেস্মিতা হালদার। ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। কালীপুজোর পর বাপের বাড়িতে যান। সেখানেই জ্বর হয়। নিয়ে যাওয়া হয় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে। অন্তঃসত্ত্বা জেস্মিতা সেখানেই চিকিত্সা করাতেন। দিন পাঁচেক সেখানে ভর্তি ছিলেন জেস্মিতা। পরিবারের অভিযোগ, ঠিকঠাক চিকিত্সাই হয়নি।

আরও পড়ুন- বিধাননগরে ডেঙ্গির বাড়-বাড়ন্ত, স্বীকার করলেন মেয়র সব্যসাচী দত্ত

৩১ অক্টোবর হঠাতই অবস্থার অবনতি হয় জেস্মিতার। বেসরকারি হাসপাতাল ভাল কোনও জায়গায় নিয়ে যেতে বলে পরিবারকে। নতুন হাসপাতালে নিয়ে আসা হয় জেস্মিতাকে।  গর্ভের শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়ে দেয় সেই হাসপাতাল। জেস্মিতা কোমায় চলে যান। তারপর গত দুসপ্তাহের আপ্রাণ চেষ্টা। শুক্রবার রাতে মৃত্যু হয় জেস্মিতার। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ করেছে হাসপাতাল। 

.