Dengue in Bengal: রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি, গত এক সপ্তাহে ৫০ শতাংশ বাড়ল আক্রান্তের সংখ্য়া
বাড়ছে হাসপাতালে চিকিৎসাধীদের সংখ্যাও। গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন ডেঙ্গি আক্রান্ত। ঠিক আগের সপ্তাহে সংখ্যাটা ছিল ৩১৩।
মৈত্রেয়ী ভট্টাচার্য: রাজ্য দ্রুত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া। গত এক সপ্তায় এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ লাফ ডেঙ্গি আক্রান্তের সংখ্যায়। রাজ্যের সাপ্তাহিক ডেঙ্গি আক্রান্ত এক সপ্তাহেই ৮৯৭ থেকে বেড়ে ১৩৪৩। স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়িয়ে রাজ্যের মোট দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৪২৪-এ। কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার ৩২ শতাংশ, হাওড়ায় ৩৪ শতাংশ, হুগলীতে ৪৫শতাংশ, আর উত্তর ২৪ পরগনায় ৪০ শতাংশ। গঙ্গার দু’পাড়ের বালি, উত্তরপাড়া, রিষড়া, শ্রীরামপুর পুরসভা আর অন্যদিকে কলকাতা, কামারহাটি, পানিহাটি, ব্যারাকপুর পুরসভায় ডেঙ্গি আক্রান্তের বৃদ্ধির হার অব্যহত। নতুন করে চিন্তা বাড়ছে নিউটাউনকে নিয়ে।
আরও পড়ুন-এবার সিবিআই নজরে বীজপুরের বিধায়ক এবং কাঁচড়াপাড়ার চেয়ারম্যান, বাড়িতে তল্লাশি
একনজরে
গত সপ্তাহে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ১৩৪৩
এ বছরে এখনও পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্ত ৬৪২৪
কোন জেলায় কত বৃদ্ধি
হুগলী ৪৫ শতাংশ
উত্তর ২৪ পরগনা ৪০
হাওড়া ৩৪.৪ শতাংশ
কলকাতা ৩২% শতাংশ
জলপাইগুড়ি ৮.৭ শতাংশ
** গত একসপ্তাহে কলকাতায় আক্রান্ত ১৪২। আগের সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৮৪
** কলকাতায় এখনও পর্যন্ত ডেঙ্গিতে মোট আক্রান্ত ৫৮০। গত সপ্তাহে ছিল ৪৩৮।
** ২০২১ সালে সংখ্যাটা ছিল ১৪৯।
** ২০১৭ থেকে এ পর্যন্ত ৩৫ সপ্তাহে এ বছরই সর্বোচ্চ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন কলকাতায়।
শুধু কলকাতাই নয়, স্বাস্থ্যদপ্তরের চিন্তার কারণ মোট ১২টি পুরসভা। তালিতায় রয়েছে কলকাতা, বালি পুরসভা, উত্তরপাড়া, কোতরং, হাওড়া পুরসভা, ব্যারাকপুর পুরসভা, পানিহাটি পুরসভা, রিষড়া পুরসভা, শ্রীরামপুর পুরসভা, কামারহাটি পুরসভা, শিলিগুড়ি পুরসভা, নিউটাউন, বহরমপুর পুরসভা এবং জলপাইগুড়ি (মাল, নাগরাকাটা ব্লক), মুর্শিদাবাদ (লালগোলা, ভগবানগোলা-১, বেলডাঙা-১, বহরমপুর, রঘুনাথগন্জ-১ ব্লক), আলিপুরদুয়ার (মাদারিহাট ব্লক), দার্জিলিং (মাটিগাড়া ব্লক), হাওড়া ( বালি-জগাছা ব্লক), হুগলী (ধনেখালি ব্লক)
বাড়ছে হাসপাতালে চিকিৎসাধীনেদর সংখ্যাও। গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬১ জন ডেঙ্গি আক্রান্ত।
ঠিক আগের সপ্তাহে সংখ্যাটা ছিল ৩১৩।