ডেঙ্গিতে মৃত নাট্যকর্মী ইশিতা বন্দ্যোপাধ্যায়

শহরে ফের ডেঙ্গিতে তিনজনের  মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সল্টলেকের হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন নাট্যকর্মী ইশিতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। এনআর এস হাসপাতাল ও শহরের নার্সিংহোমে  আরও দুজনের মৃত্যু হয়।

Updated By: Nov 5, 2015, 09:36 PM IST
ডেঙ্গিতে মৃত নাট্যকর্মী ইশিতা বন্দ্যোপাধ্যায়

ব্যুরো: শহরে ফের ডেঙ্গিতে তিনজনের  মৃত্যু। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সল্টলেকের হাসপাতালে চিকিত্‍সাধীন ছিলেন নাট্যকর্মী ইশিতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তাঁর মৃত্যু হয়। এনআর এস হাসপাতাল ও শহরের নার্সিংহোমে  আরও দুজনের মৃত্যু হয়।

ফের ডেঙ্গির থাবা সল্টলেকে। পাঁচ বছরের শিশু সায়ন দের পর এবার ডেঙ্গি সংক্রমণের বলি  নাট্যকর্মী ঈশিতা বন্দ্যোপাধ্যায়। গত মাসের শেষ সপ্তাহে জ্বর নিয়ে সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

গ্রুপ থিয়েটারের দাপুটে অভিনেত্রীর স্বাস্থ্যের উন্নতির মাঝেই আচমকা ছন্দপতন। সেই শক থেকে অভিনেত্রীর আর ফেরা হল না। মধ্যমগ্রাম কৃষ্ণপল্লীর বাসনা দেবনাথ গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। এনআর এসে তাঁর রক্তে ডেঙ্গির জীবাণু ধরা পড়ে। বুধবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

ডেঙ্গির বলি হলেন আরও একজন। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এখনও পরিস্থিতি উদ্বেগজনক বলতে নারাজ স্বাস্থ্য ভবন। সংক্রমণের পরিণতি আরও কত করুণ হলে টনক নড়বে স্বাস্থ্য দফতরের! উঠছে প্রশ্ন।

 

.