সশরীরেই হাজিরা দিতে হবে Rujira-কে, ED-র মামলায় নির্দেশ দিল্লির আদালতের

রুজিরার (Rujira Banerjee) আবেদন খারিজ করে বিচারক পঙ্কজ শর্মা নির্দেশ দেন, সশরীরেই আদালতে থাকতে হবে তাঁকে।

Updated By: Sep 30, 2021, 03:00 PM IST
সশরীরেই হাজিরা দিতে হবে Rujira-কে, ED-র মামলায় নির্দেশ দিল্লির আদালতের

নিজস্ব প্রতিবেদন: কয়লা পাচার-কাণ্ডে ইডি-র মামলায় অনলাইনে দিল্লির পাটিয়ালা হাউজ কোর্টে হাজিরা দিতে চেয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। তবে তাঁর আবেদন গ্রহণ করেনি আদালত। ১২ অক্টোবর দুপুর ২টোয় সশরীরে অভিষেক-জায়াকে উপস্থিত হতে হবে বলে নির্দেশ দেন বিচারক পঙ্কজ শর্মা। 

কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রুজিরাকে (Rujira Banerjee) দিল্লিতে ডেকে পাঠিয়েছিল ইডি (ED)। করোনা আবহে তাঁর পক্ষে দুই সন্তানকে নিয়ে দিল্লিতে যাওয়া সম্ভব নয় বলে জানান রুজিরা। ইডি কর্তারা দাবি করেন, দিল্লিতেই ছিলেন রুজিরা। একটি বিউটি পার্লারেও গিয়েছিলেন। অথচ সমনের সাড়া দেননি। দিল্লি হাইকোর্টে আর একটি  মামলায় একই দাবি করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। পাটিয়ালা হাউজ কোর্টের দ্বারস্থ হয় ইডি (ED)। সেই মামলায় ৩০ সেপ্টেম্বর অভিষেক-জায়াকে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় দিল্লির আদালত। এ দিন আইনজীবী সিদ্ধার্থ লুথরা জানান, রুজিরা সশরীরের আসতে পারেননি। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে থাকবেন। 

রুজিরার আবেদন খারিজ করে বিচারক পঙ্কজ শর্মা নির্দেশ দেন, সশরীরেই আদালতে থাকতে হবে তাঁকে। সময় ১২ অক্টোবর দুপুর দুটো। আদালতকে রুজিরার আইনজীবী নিশ্চিত করেন, তাঁর মক্কেল উক্ত দিনে উপস্থিত থাকবেন।  

আরও পড়ুন- By-Poll: আমায় খুব ভালোবাসে, কৃষ্ণের নাম নিলে কৃষ্ণ অখুশি হয় না আমিও হই না: Madan

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.