পুলিস হেফাজতে দেবলীনারা

নোনাডাঙা কাণ্ডে ধৃত ৭ জনকে ১২ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে সরকারপক্ষের আইনজীবী বলেন, ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ থাকতে পারে। নোনাডাঙায় অস্ত্রও মজুত থাকতে পারে বলে সওয়াল করে, ধৃতদের পুলিসি হেফাজতের আবেদনও করা হয় আদালতে।

Updated By: Apr 9, 2012, 07:56 PM IST

নোনাডাঙা কাণ্ডে ধৃত ৭ জনকে ১২ এপ্রিল পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে সরকারপক্ষের আইনজীবী বলেন, ধৃতদের সঙ্গে মাওবাদীদের যোগাযোগ থাকতে পারে। নোনাডাঙায় অস্ত্রও মজুত থাকতে পারে বলে সওয়াল করে, ধৃতদের পুলিসি হেফাজতের আবেদনও করা হয় আদালতে।
ইতিমধ্যেই নোনাডাঙার ঘটনায় ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিস। ধৃতদের মধ্যে রয়েছেন মাতঙ্গিনী মহিলা সমিতির দেবলীনা চক্রবর্তী। এছাড়াও রয়েছেন এপিডিআর এবং উচ্ছেদ প্রতিরোধ কমিটির সদস্যরা। রবিবার মোট ৬৯ জনকে আটক করা হলেও পরে ৬২ জনকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়েছিল।

.