রাজশ্রী বসু ও তাঁর ছেলে সৌম্যদীপের মরদেহ ফিরল কলকাতায়

প্রকৃতির রূপ দেখতে সুদূর লেতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সেই প্রকৃতির রুদ্ররোষেই মা-ছেলের নিথর দেহ ফিরল কলকাতায়। এয়ার ইন্ডিয়ার AI সেভেন সিক্স ফোর বিমানে নিয়ে আসা হল রাজশ্রী বসু ও তাঁর ছেলে সৌম্যদীপের মরদেহ। সন্ধে সাতটা পনেরোয় দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছয় ওই বিমান। একই বিমানে আজ কলকাতা পৌছেছেন পদ্মনাভ বসু।

Updated By: Jun 10, 2015, 10:09 PM IST
রাজশ্রী বসু ও তাঁর ছেলে সৌম্যদীপের মরদেহ ফিরল কলকাতায়

ওয়েব ডেস্ক: প্রকৃতির রূপ দেখতে সুদূর লেতে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সেই প্রকৃতির রুদ্ররোষেই মা-ছেলের নিথর দেহ ফিরল কলকাতায়। এয়ার ইন্ডিয়ার AI সেভেন সিক্স ফোর বিমানে নিয়ে আসা হল রাজশ্রী বসু ও তাঁর ছেলে সৌম্যদীপের মরদেহ। সন্ধে সাতটা পনেরোয় দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছয় ওই বিমান। একই বিমানে আজ কলকাতা পৌছেছেন পদ্মনাভ বসু।

রাজ্য সরকারের তরফে বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধায়ক পরেশ পাল। দেহ নিতে এসেছিলেন রাজশ্রীদেবীর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরাও। দুটি শববাহী গাড়িতে কফিন নিয়ে যাওয়া হয় মানিকতলার বাড়িতে। লেতে বেড়াতে গিয়ে তুষারধসের কবলে পড়ে বসু পরিবারের গাড়ি। মৃত্যু হয় রবীন্দ্রভারতীর অধ্যাপিকা রাজশ্রী বসু ও তাঁর ছেলে খড়গপুর আইআইটির ছাত্র সৌম্যদীপের। কোনওমতে প্রাণে বেঁচে যান স্বামী পদ্মনাভ বসু। পরিবারের পাশাপাশি শোকে আচ্ছন্ন পাড়া প্রতিবেশীরা।

.