শাটলে তুলে প্রৌঢ়কে সর্বস্বান্ত করল ছিনতাইবাজরা, রাতের কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড

চার অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ ও আনুষঙ্গিক তথ্যপ্রমাণের ভিত্তিতে খুঁজে বের করেছে পুলিস।

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Jan 3, 2021, 12:35 PM IST
শাটলে তুলে প্রৌঢ়কে সর্বস্বান্ত করল ছিনতাইবাজরা, রাতের কলকাতায় ভয়ঙ্কর কাণ্ড

নিজস্ব প্রতিবেদন- রাতের কলকাতায় দুঃসাহসিক ডাকাতি। ৫১ বছর বয়সী অঞ্জন বিশ্বাস নামের এক প্রৌঢ় বাইপাসের কাছাকাছি একটি এলাকা থেকে কসবা ফেরার জন্য শাটল গাড়িতে ওঠেন। গাড়িতে আগে থেকেই তিনজন যাত্রী ছিল। চালক সহ মোট পাঁচ জন ছিলেন সেই গাড়িতে। লস্করহাটের কাছে অন্য যাত্রীদের একজন প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তায় নামেন। তিনি গাড়িতে ওঠার সময় অঞ্জন বাবুকে পিছনের দিকে মাঝখানের আসনে বসতে বলেন। সেই মতো অঞ্জনবাবু বসার পর গাড়ি চলতে শুরু করে আবার। আর তখনই বাকিরা তাঁকে ঠেসে চেপে ধরে। অঞ্জনবাবুর  চোখ বেঁধে গাড়ির মেঝেতে আড়াআড়ি শুইয়ে দেওয়া হয়।

আরও পড়ুন-  বাগুইআটিতে বার ডান্সারের পচাগলা দেহ উদ্ধার, বালিশ চাপ দিয়ে খুনের অভিযোগ পুরুষসঙ্গীর বিরুদ্ধে

আদতে ত্রিপুরার বাসিন্দা অঞ্জনবাবু কসবা থাকেন। ছিনতাইবাজরা তাঁর থেকে  নগদ ২৫ হাজার টাকা, গলার সোনার চেন, ATM কার্ড ছিনতাই করে নেয়। জোর করে আদায় করা হয় এটিএম কার্ডের পিন। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে তাঁকে গাড়িতে ওই অবস্থায় শুইয়ে রেখেই নিকটবর্তী একটি এটিএম থেকে কার্ড সোয়াইপ করে আরও ৪০ হাজার টাকা তুলে নেয় ছিনতাইবাজদের দল। এরপর তাঁকে বাইপাস ঢালাই ব্রিজের কাছে ফেলে গাড়ি সমেত চারজন চম্পট দেয়। কসবা থানায় অভিযোগ দায়ের করেন অঞ্জনবাবু। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিস রাজু মাঝি, সন্তোষ পোদ্দার,শেখ বিকি ও অর্পণ সেন নামে চার অভিযুক্তকে সিসিটিভি ফুটেজ ও আনুষঙ্গিক তথ্যপ্রমাণের ভিত্তিতে খুঁজে বের করে।

.