Buddhadeb Bhattacharjee: 'রক্ত লাগলে জানাবেন', বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে দেবাংশুর পোস্টে বিতর্ক
দিন সোশ্যাল পোস্টে দেবাংশু লেখেন, ‘বুদ্ধবাবুকে রক্ত দিতে হবে শুনলাম। প্রয়োজনে গ্রুপসহ জানাবেন। তৃণমূল কর্মীরা দিয়ে আসবে।’ এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। বুধবারের রিপোর্ট দেখে স্বস্তিতে চিকিৎসকরা। তবে এসবের মধ্যেই দেবাংশু ভট্টাচার্যের ফেসবুক পোস্ট নতুন করে বিতর্ক তৈরি করেছে। এদিন সোশ্যাল পোস্টে দেবাংশু লেখেন, ‘বুদ্ধবাবুকে রক্ত দিতে হবে শুনলাম। প্রয়োজনে গ্রুপসহ জানাবেন। তৃণমূল কর্মীরা দিয়ে আসবে।’ এই মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে নেটপাড়ায়।
আরও পড়ুন, Upper Primary: 'অবিলম্বে নিয়োগ চাই', থালা হাতে বিক্ষোভে আপার-প্রাইমারি চাকরিপ্রার্থীরা
গত শনিবার থেকেই ফুসফুসে ও শ্বাসনালীতে সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে তাঁর। এর মধ্যেই বুদ্ধবাবুর জন্য রক্তদানের ইচ্ছাপ্রকাশ করে ফেসবুকে একটি পোস্ট করেছেন দেবাংশু। এরপরই একজন কমেন্ট বক্সে লিখেছেন, ‘এটা জানলে বুদ্ধবাবু রক্ত নেবেন না।’ তার উত্তরে দেবাংশু লেখেন, ‘জ্যোতিপ্রিয় মল্লিক একবার বলেছিলেন, সিপিএমের লোকেদের সঙ্গে চা খাবেন না, বিয়ে বাড়িতে যাবেন না..। তখন ভাবতাম কেন এসব কথা বলছেন! আজ ভাবি, কেন আরেকটু বেশি বললেন না।’
প্রসঙ্গত, আগের থেকে অনেকটাই শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তাঁর বুধবারের রিপোর্ট দেখে স্বস্তিতে চিকিৎসকরা। এদিন তাঁর বেশকিছু রক্তপরীক্ষাও করা হয়। সেই রিপোর্ট নিয়েই বসে মেডিক্যাল বোর্ড। এখনও তাঁর ওরাল ফিডিং শুরু করা যায়নি। জ্ঞান আছে বুদ্ধবাবুর। কথাও বলছেন তিনি। আম খেতে চেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
অন্তত আগামী শনিবার পর্যন্ত হাসপাতালেই থাকতে হবে তাঁকে। আগে জানা গিয়েছিল তাঁর বাইপ্যাপ সাপোর্ট মাঝেমধ্যে বন্ধ করে দেখা হচ্ছে। বাইপ্যাপ ছাড়াই শ্বাস নিতে পারছেন বুদ্ধবাবু। একটু সুস্থ বোধ করার পর থেকেই বাইপ্যাপ সহ রাইলস টিউব খুলে ফেলতে চাইছেন বুদ্ধদেব ভট্টচার্য।
আরও পড়ুন, Buddhadeb Bhattacharya: রাতে বুকে ব্যথা, সামান্য কমেছিল স্যাচুরেশন, তবে ভালো আছেন বুদ্ধদেব