Opposition Meet | DA Protest: বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক, নিজেদের দাবিদাওয়া পেশে মরিয়া সংগ্রামী যৌথ মঞ্চ

সোনিয়া, মমতা, লালু, নীতিশ। দক্ষিনের একাধিক প্রভাবশালী দল বা তাদের শীর্ষ নেতৃত্ব। মহাজোট বৈঠকের মঞ্চকে মঙ্গলবার সুকৌশলে কাজে লাগাচ্ছে ডিএ ইস্যুতে ১৭৩ দিন ধরে শহীদ মিনারে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা দায়ের করছে যৌথ মঞ্চ। 

Updated By: Jul 18, 2023, 09:05 AM IST
Opposition Meet | DA Protest: বেঙ্গালুরুতে বিরোধী বৈঠক, নিজেদের দাবিদাওয়া পেশে মরিয়া সংগ্রামী যৌথ মঞ্চ

অয়ন ঘোষাল: বেঙ্গালুরুর বিজেপি বিরোধী মহাজোট বৈঠকের মঞ্চকেও নিজেদের দাবিদাওয়া পেশের মাধ্যম হিসেবে কাজে লাগাতে মরিয়া সংগ্রামী যৌথ মঞ্চ।

সোনিয়া, মমতা, লালু, নীতিশ। দক্ষিনের একাধিক প্রভাবশালী দল বা তাদের শীর্ষ নেতৃত্ব। মহাজোট বৈঠকের মঞ্চকে মঙ্গলবার সুকৌশলে কাজে লাগাচ্ছে ডিএ ইস্যুতে ১৭৩ দিন ধরে শহীদ মিনারে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ।

আরও পড়ুন: 'সুপ্রিমো বাজে কথা বলেন না!' অভিষেককে বিঁধে বিচারপতি অভিজিতের ইঙ্গিতপূর্ণ মন্তব্য

বেঙ্গালুরুর বিরোধী মহা বৈঠকে যোগদানকারী সবকটি রাজনৈতিক দলের কাছে মেল আকারে মঙ্গলবার সকাল থেকেই চিঠি পাঠাতে শুরু করেছে যৌথ মঞ্চ। এই রাজ্যের সরকারি কর্মীরা কোন অপরিসীম স্তরের বঞ্চনার শিকার। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে ডিএ ইস্যুতে আদালতের একের পর এক নির্দেশ অমান্য করেছেন। দেশের বাকি রাজ্যের তুলনায় এই রাজ্যের সরকারি কর্মীরা ঠিক কতটা কম বেতন বা ভাতা পাচ্ছেন, কার্যত তা শ্বেতপত্রের আকারে দেশের সমস্ত বিরোধি দলের কাছে পাঠাতে শুরু করেছে যৌথ মঞ্চ।

পাশাপাশি মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত ভোট নিয়ে একটি মামলা দায়ের করছে যৌথ মঞ্চ। হাইকোর্ট  নির্দেশ দিয়েছিল, সব বুথে বাহিনী। কিন্তু কমিশন ও আইজি বিএসএফ তা মান্য করেনি।

আরও পড়ুন: Recruitment Scam: প্যারোল শেষে জেলে ফিরেই অসুস্থ কালীঘাটের কাকু, নিয়ে যাওয়া হল এসএসকেএম-এ

মঙ্গলবার আদালত অবমাননার মামলা ফাইল হবে। প্রধান বিচারপতির বেঞ্চে মঙ্গলবার উঠবে মামলা। এ ছাড়াও আগামি সপ্তাহে আরেকটি মামলা দায়ের হবে বলে জানা গিয়েছে।

যৌথ মঞ্চের কন্ট্রোল রুমে জমা পড়া যাবতীয় মেল এবং ছবি ৮ জুলাই বিকেলেই কমিশনে জমা দিয়ে আসে যৌথ মঞ্চ। এখনও পর্যন্ত কমিশন তা নিয়ে কেন কোনও ব্যবস্থা নেয়নি, সেই মর্মে আরেকটা মামলা দায়ের হতে চলেছে বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.