Breaking News: সাড়ে ৯টায় আছড়ে পড়ল Yaas, নর্থ ধামড়ায় ল্যান্ডফল
সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস।
নিজস্ব প্রতিবেদন: ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হয়েছে দিঘা থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে । সকাল সাড়ে ৯টা নাগাদ নর্থ ধামড়ায় শুরু হয় ল্যান্ডফলের প্রক্রিয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে ইয়াস । বর্তমানে সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। পশ্চিবঙ্গের পূর্ব মেদিনীপুরের দিঘাতেও ফুসছে সমুদ্র।
দিঘায় জলের প্রবল জলোচ্ছ্বাসে কার্যত জলের তলায় চলে গিয়েছে সমুদ্র তীরবর্তী এলাকা। ভেসে গিয়েছে বিস্তীর্ণ অঞ্চল। ধামড়াতেও প্রবল জলোচ্ছ্বাস। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া।
জলোচ্ছ্বাস আছড়ে পড়তে ৫১ টি বাঁধ ভেঙে পড়েছে। পাখিরালাতে বাঁধ ভেঙে জল ঢুকে গিয়েছে গ্রামে। ১৫ লক্ষ মানুষ কে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার ১৫ টা এলাকায় জলের তোড়ে গ্রামে জল ঢুকেছে।
নন্দীগ্রামে সোনাচুড়া সহ বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত পাওয়া খবরে ২০ হাজার বাড়ি ভেঙে গিয়েছে। ভরা কোটালের জন্য বাংলা করোনা সঙ্কটকালে আবারও মুখ থুবড়ে পড়ল ইয়াসের দাপটে। আমফানের ঘা শুকোতে না শুকোতেই ইয়াসের কোপ ভাঁজ ফেলেছে কপালে।