যোগাযোগ রাখতে হবে CESC-KMC-র সঙ্গে, তৈরি রাখতে হবে জেনারেটর, একগুচ্ছ নির্দেশ ট্রাফিক পুলিসকে

যে কোনও সময় গাছ উপড়ে পড়তে পারে। ফলে আগে থেকে কেএমসি সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট আধিকারিকের ফোন নম্বর নিয়ে রাখতে হবে

Updated By: May 24, 2021, 01:59 PM IST
যোগাযোগ রাখতে হবে CESC-KMC-র সঙ্গে, তৈরি রাখতে হবে জেনারেটর, একগুচ্ছ নির্দেশ ট্রাফিক পুলিসকে

নিজস্ব প্রতিবেদন: বুধবার রাজ্যের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। কিন্তু তার আগে থেকেই তা জানান দিতে শুরু করেছে। রাজ্যের একাধিক জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আগাম সতর্কতা ব্যবস্থা হিসেবে একাধিক ব্যবস্থা নিল কলকাতা পুলিস। এনিয়ে ট্রাফিক পুলিসকে বেশকিছু নির্দেশ দিল কলকাতা পুলিস।

আরও পড়ুন-কলকাতা-পারাদ্বীপ বন্দরের নিরাপত্তায় নেওয়া হল একাধিক পদক্ষেপ, খুলল কন্ট্রোল রুম 

গতবার আমপানের দাপটে কয়েকদিন অচল হয়েছিল শহরের কিছু অংশ। এবার তা ঠকাতে ট্রাফিক পুলিসকে ওইসব নির্দেশিকা দেওয়া হল।

** কোনও বিজ্ঞাপণের হোডিং, গাছপাল, জীর্ণ বাড়ির নীচে কোনও যানবাহনকে পার্ক করতে দেওয়া যাবে না। কোনও পুলিসকর্মীও  ওইসব জায়গায় দাঁড়াতে পারবেন না।

** নিরাপত্তার কারণ ব্রিজ বা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ করে দিতে হবে।

**  ওয়ারলেস যোগাব্যবস্থা সচল রাখতে ওইসব যন্ত্রের ব্যাটারি চার্জ করে রাখতে হবে। 

** প্রবল ঝড়ে উড়ে গিয়ে বিপদ ঘটাতে পারে গার্ড রেল বা ট্রাফিক পুলিসের ওই ধরনের কোনও সরঞ্জাম। ফলে তা আগে থেকেই নিরাপদ জায়গায় এনে রাখতে হবে।

**  আগাম জেনারেটরের ব্যবস্থা করে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে ড্রাগন লাইটও। 

** কেএমসির সঙ্গে কথা বলে সব হোডিং খুলে ফেলতে হবে।

** নিজের জন্য শুকনো খাবার মজুত করে রাখতে হবে।

** ঝড়ের সময়ে কোনও পুলিসকর্মী(Kolkata Police) যাতায়ত করতে পারবে না।

আরও পড়ুন-ধেয়ে আসছে Cyclone Yaas, দলীয় বিধায়কদের মানুষের পাশে থাকার নির্দেশ Mamata-র

** যে কোনও সময় গাছ উপড়ে পড়তে পারে। ফলে আগে থেকে কেএমসি সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট আধিকারিকের ফোন নম্বর নিয়ে রাখতে হবে। যতে দ্রুত খবর দিয়ে ওই গাছ কেটে রাস্তা সাফ করা যায়।

** সিইএসসি(CESC) ও বিএসএনএলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। যাবে ঝড়ে পড়ে যাওয়া তাদের পিলার বা বিদ্যুতের তার দ্রুত সরানো যায়।

** যে কোনও উঁচু বাড়ি থেকে ক্রেন সরিয়ে ফেলতে হবে।

.