Price hike: পুজোয় মূল্যবৃদ্ধি রুখতে তত্‍পর রাজ্য, শুক্রে টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যসচিব

Price hike: পুজোর মুখে রাজ্যে বন্য়া! উত্তর থেকে দক্ষিণ। বানভাসি বাংলা। অতি বৃষ্টিতে কার্যত দফারফা চাষাবাদের। বন্যার জলে নষ্ট হয়েছে জমির ফসল। খোলা বাজারে দাম বাড়ছে কাঁচালঙ্কা, পেঁয়াজ, এমনকী বেগুনেরও! ফলে পুজোর আগে বাজারে যাতে সবজির যোগান স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য। সুফল বাংলার স্টলেও পর্যাপ্ত সবজি মজুত রাখারও পরিকল্পনা করা হয়েছে। 

Updated By: Oct 3, 2024, 09:38 PM IST
Price hike: পুজোয় মূল্যবৃদ্ধি রুখতে তত্‍পর রাজ্য, শুক্রে টাস্ক ফোর্সের বৈঠকে মুখ্যসচিব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দোরগোড়ায় দুর্গাপুজো। উত্‍সবের মরশুমে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মূল্য়বৃদ্ধি ঠেকাতে ফের তত্‍পর রাজ্য় সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্সের বৈঠক ডাকলেন মুখ্যসচিব মনোজ পন্থ। কবে? আগামীকাল, শুক্রবার। স্রেফ টাস্ক ফোর্সের সদস্যরাই নন, বৈঠকে থাকবে জেলাশাসকরাও। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  RGKar Scam: আরজি করে আর্থিক 'বেনিয়ম', CBI-র জালে তৃণমূল নেতা আশিস পাণ্ডে!

পুজোর মুখে রাজ্যে বন্য়া! উত্তর থেকে দক্ষিণ। বানভাসি বাংলা। অতি বৃষ্টিতে কার্যত দফারফা চাষাবাদের। বন্যার জলে নষ্ট হয়েছে জমির ফসল। খোলা বাজারে দাম বাড়ছে কাঁচালঙ্কা, পেঁয়াজ, এমনকী বেগুনেরও! ফলে পুজোর আগে বাজারে যাতে সবজির যোগান স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে চাইছে রাজ্য। সুফল বাংলার স্টলেও পর্যাপ্ত সবজি মজুত রাখারও পরিকল্পনা করা হয়েছে। 

সূত্রের খবর, আগামীকাল শুক্রবার টাক্স ফোর্সের বৈঠকে জেলাগুলিতে শাক-সবজির দাম নিয়ে রিপোর্ট নেবেন মুখ্যসচিব। বৈঠক করা হবে ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গেও।

এর আগে, চলতি বছরের জুলাই মাসে নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। নির্দেশ দিয়েছিলেন, '১০ দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে'। এরপরই কলকাতা-সহ জেলায় জেলায় বিভিন্ন বাজারে অভিযানে নামে টাস্ক ফোর্স।

আরও পড়ুন: Junior Doctors strike: আন্দোলন অধিকার হলে চিকিত্‍সা দেওয়াও ওঁদের বাধ্যতা! কর্মবিরতির জেরে মামলার মুখে জুনিয়াররা...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

 

.