প্রত্যেকবারের মত এবারও বছরের শেষ দিনে ভিড়ে থইথই চিড়িয়াখানা
ষোল থেকে সতেরো। হতে আর কয়েকঘণ্টার ব্যবধান। আর সেই ব্যবধানের সময়টাতে যে কে কী করে কাটাবে তাই নিয়ে গোটা ডিসেম্বর আলাপ আলোচনার শেষ থাকে না। পিকনিক, ঘুরতে যাওয়া কত কী। সঙ্গে অবশ্যই চিড়িয়াখানা। চিড়িয়াখানা প্রত্যেকবারের মত এবারও বছরের শেষ দিনে ভিড়ে থইথই। ছোটদের নিয়ে বড়দের ডে আউটে সরগরম কলকাতা জু। জিরাফের খাঁচা থেকে ম্যাকাওয়ের ওড়াওড়ি। কিম্বা সতরঞ্জি বিছিয়ে কেবল হুল্লোর, বছরের শেষ দিন চিড়িয়াখানা রোদ মাখছে আগামিকে স্বাগত জানাতে।
ওয়েব ডেস্ক: ষোল থেকে সতেরো। হতে আর কয়েকঘণ্টার ব্যবধান। আর সেই ব্যবধানের সময়টাতে যে কে কী করে কাটাবে তাই নিয়ে গোটা ডিসেম্বর আলাপ আলোচনার শেষ থাকে না। পিকনিক, ঘুরতে যাওয়া কত কী। সঙ্গে অবশ্যই চিড়িয়াখানা। চিড়িয়াখানা প্রত্যেকবারের মত এবারও বছরের শেষ দিনে ভিড়ে থইথই। ছোটদের নিয়ে বড়দের ডে আউটে সরগরম কলকাতা জু। জিরাফের খাঁচা থেকে ম্যাকাওয়ের ওড়াওড়ি। কিম্বা সতরঞ্জি বিছিয়ে কেবল হুল্লোর, বছরের শেষ দিন চিড়িয়াখানা রোদ মাখছে আগামিকে স্বাগত জানাতে।
আরও পড়ুন বিষ্ণুপুর গণধর্ষণে মূল অভিযুক্ত সুধেন্দু পালকে গ্রেফতার করল পুলিস
আরও পড়ুন দুই বাসের রেষারেষির জেরে প্রাণ গেল এক সাইকেল আরোহীর