রাজ্যে বাড়ছে দুষ্কৃতীদের দাপট, বাড়ছে অপরাধের সংখ্যাও

রাজ্যে দুষ্কৃতীদের দাপট বাড়ছে। বাড়ছে অপরাধের সংখ্যাও। গত একমাসেই একের পর এক গুলি,বোমাবাজি, দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে শহর ও শহরতলীতে। তারই কিছু তথ্য এবং পরিসংখ্যান দেওয়া হল সাম্প্রতিককালের। যেগুলো মনে করলেই বুঝতে পারেবন, কীভাবে অপরাধ বাড়ছে দিনের পর দিন।

Updated By: Feb 26, 2016, 10:39 AM IST
রাজ্যে বাড়ছে দুষ্কৃতীদের দাপট, বাড়ছে অপরাধের সংখ্যাও

ওয়েব ডেস্ক: রাজ্যে দুষ্কৃতীদের দাপট বাড়ছে। বাড়ছে অপরাধের সংখ্যাও। গত একমাসেই একের পর এক গুলি,বোমাবাজি, দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে শহর ও শহরতলীতে। তারই কিছু তথ্য এবং পরিসংখ্যান দেওয়া হল সাম্প্রতিককালের। যেগুলো মনে করলেই বুঝতে পারেবন, কীভাবে অপরাধ বাড়ছে দিনের পর দিন।

১) বাগুইআটিতে গুলি(২৫.০২.১৬) - দুষ্কৃতীদের চপার, বুলেটে খুন বাগুইআটির জগতপুরের তৃণমূল কর্মী সঞ্জয় রায় ওরফে বুড়ো

২) সিঙ্গুরে গুলি(২.২.১৬) - সিঙ্গুরে পরপর দু জায়গায় দুষ্কৃতী হামলা হয়।  মৃত্যু হয় একজনের।

৩) পাণ্ডুয়ায় গুলি(৪.২.১৬) - পাণ্ডুয়ায় দুষ্কৃতীদের গুলিতে নিহত গুলির চালক, গুরুতর জখম হন গাড়ির ব্যবসায়ী।

৪) মুর্শিদাবাদে গুলি(২০.২.১৬) - দুষ্কৃতীদের গুলিতে খুন হন বহরমপুরের তৃণমূল নেতা মাসুদ রানা।

৫) বন্ডেলরোডে গুলি(২.১১.১৫) - বন্ডেলরোডে দুষ্কৃতীদের গুলি, বোমা। জখম হন দুজন

.