বিধানসভা ভোটে সিপিএম-কংগ্রেস জোট! ফের সওয়াল গৌতম দেবের, ভেবে দেখবেন অধীর

দুই শিবিরেরই লক্ষ্য এক। কিন্তু পথ এখনও আলাদা। তৃণমূলকে হটানোর কমন অ্যাজেন্ডায় বাজিমাত করতে বাংলায় কি এবার জোট বাঁধবে কংগ্রেস-সিপিএম? সমঝোতার পক্ষেই ফের সওয়াল করলেন সিপিএম নেতা গৌতম দেব। উড়িয়ে দেননি অধীর চৌধুরীও।

Updated By: Sep 7, 2015, 11:54 PM IST

ওয়েব ডেস্ক: দুই শিবিরেরই লক্ষ্য এক। কিন্তু পথ এখনও আলাদা। তৃণমূলকে হটানোর কমন অ্যাজেন্ডায় বাজিমাত করতে বাংলায় কি এবার জোট বাঁধবে কংগ্রেস-সিপিএম? সমঝোতার পক্ষেই ফের সওয়াল করলেন সিপিএম নেতা গৌতম দেব। উড়িয়ে দেননি অধীর চৌধুরীও।

কংগ্রেসের সঙ্গে সমঝোতার এই তত্ত্ব খারিজ করতে সরব হন সূর্যকান্ত মিশ্র, সীতারাম ইয়েচুরি।

তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে অগাস্টেই অ্যাকশন।  নবান্ন অভিযান ঘিরে শহর তোলপাড়। লাঠি, গ্যাসের  মুখোমুখি  বামেরা। দিনকয়েক পর বনধে  ফের অ্যাডভান্টেজ লেফ্ট। এবার সরাসরি নিশানায় মুখ্যমন্ত্রী ।

এবার নবান্ন অভিযানের ডাক কংগ্রেসের। টার্গেট সেই তৃণমূল।
মমতাকে হটানোর লক্ষ্যে কোনও দ্বিমত নেই। তাহলে কি কাছাকাছি আসছে আলিমুদ্দিন ও বিধান ভবন?

গৌতম দেব বললেন, কাছাকাছি আসছি কিনা জানি না...।

শত্রু যখন একই , তখন কর্মসূচিতে মিল থাকতেই পারে, মানছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও।

অধীর চৌধুরী বললেন, কর্মসূচিতে মিল থাকতেই পারে।

এবার জয়েন্ট অ্যাকশন?

আগের মতো আর খোলামেলা নয়। তবে মাসতিনেক আগে স্বঘোষিত সমঝোতার তত্ত্বেই এদিন ফের সিলমোহর দিলেন  গৌতম দেব।

গৌতম দেব বলেন, মমতাকে হটাতে যা করার করব। প্রস্তাব বিবেচনায় রাজি কংগ্রেসও।

অধীর বললেন, ভেবে দেখব।

দোরগোড়ায় বিধানসভা ভোট। ইউপিএ ওয়ানের অ্যাকশন রিপ্লে কি এবার বাংলায়? রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

 

Tags:
.