দিল্লির হিংসার প্রতিবাদে ব্যস্ত মমতা, খোঁচা সুজনের, একইসুর অধীর-সোমেনের

ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক নিয়ে এক সুরে মমতা-অমিত সেটিংয়ের অভিযোগ করল সিপিএম-কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, দিল্লির দেবতাকে খুশি করার জন্য ভুবনেশ্বরের দেবতাকে পুজো দিচ্ছেন। সোমেন মিত্রের প্রতিক্রিয়া, উনি গোপনে সব কথা বলেন। মমতার বিরুদ্ধে সমঝোতার রাজনীতির অভিযোগ করেছেন অধীর।        

Reported By: মৌমিতা চক্রবর্তী | Updated By: Feb 28, 2020, 10:55 PM IST
দিল্লির হিংসার প্রতিবাদে ব্যস্ত মমতা, খোঁচা সুজনের, একইসুর অধীর-সোমেনের

নিজস্ব প্রতিবেদন: ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের বৈঠক নিয়ে এক সুরে মমতা-অমিত সেটিংয়ের অভিযোগ করল সিপিএম-কংগ্রেস। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, দিল্লির দেবতাকে খুশি করার জন্য ভুবনেশ্বরের দেবতাকে পুজো দিচ্ছেন। সোমেন মিত্রের প্রতিক্রিয়া, উনি গোপনে সব কথা বলেন। মমতার বিরুদ্ধে সমঝোতার রাজনীতির অভিযোগ করেছেন অধীর।        

শুক্রবার ভুবনেশ্বরের লোকসেবা ভবনে ইস্টার্ন জোনাল কাউন্সিলের (Eastern Zonal Council) বৈঠকে যোগ দেন বিহার, বাংলা, ওডিশার মুখ্যমন্ত্রীরা। উপস্থিত থাকলেও আসেননি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ওই বৈঠকে অমিত শাহের কাছে কয়লার রয়্যালটির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগও করেন। বৈঠকের পর নবীন পট্টনায়েক আমন্ত্রণে এক টেবিলে বসে মধ্যাহ্নভোজন সারেন অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের ছবি টুইট করে যাদবপুরের সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর খোঁচা, ''এভাবেই দিল্লির হিংসার প্রতিবাদে ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্য়ায়।''     
   

সুজন বলেন,''শহিদ মিনারে অমিত শাহের মতো অপরাধীকে সভা করার অনুমতি করে দিয়েছে রাজ্য সরকার। মমতা ৪ দিন ধরে বসে আছেন ভুবনেশ্বরে। মাননীয়া ৪ দিন ধরে কার অপেক্ষায় বসে আছেন? দিল্লির দেবতাকে খুশি করার জন‍্য ভুবনেশ্বরের দেবতাকে পুজো দিচ্ছেন। প্রার্থনা করেছেন, পিসি ও ভাইপোকে বাঁচিয়ে দাও অমিত শাহ। অসৎতার সীমা থাকা উচিত।''

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কথায়,''অমিত শাহের সঙ্গে হাত মিলিয়েছেন মমতা। ধিক্কার জানানোর ভাষা নেই। উনি তো সব কথাই গোপনে বলেন।''

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী বলেন,''অমিত শাহের সঙ্গে সমঝোতার রাজনীতি করছেন মমতা। বুলবুলের ক্ষয়ক্ষতির জন‍্য টাকা চাইলেন এভাবে? বাংলা ভাগ করে খেতে চায় ওরা। তুম ভি খাও মে ভি খায়ে। বঙ্গাল কো বাটকে খাও।'' ১ সিএএ-র প্রচারে শহিদ মিনারে সভা করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন অমিতের বিরুদ্ধে বি ক্ষোভ দেখাতে চলেছে বাম ছাত্র-যুবরা। তাদের সঙ্গে রাস্তায় কংগ্রেসও থাকবে বলে এদিন জানান অধীরবাবু। 

আরও পড়ুন- ভুবনেশ্বরে অমিতের সামনে মমতা কিছুই বলেননি: দিলীপ

.