সিপিআইএম রাজ্য কমিটির বৈঠক আজ

আগামী ১০ডিসেম্বর থেকে রাজ্যে সিপিআইএমের বিভিন্ন জেলা সম্মেলন শুরু হওয়ার কথা। মূলত তারই প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসেছিলেন সিপিআইএম-এর রাজ্য কমিটি।

Updated By: Dec 8, 2011, 12:10 PM IST

আগামী ১০ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সিপিআইএম-এর জেলা কমিটিগুলির সম্মেলন। দলের সব স্তরের কমিটিকেই কেন্দ্রীয় নির্দেশিকা মেনে সম্মেলন করার কথা বলা বলা হয়েছে। জেলা সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার বৈঠকে বসে সিপিআইএম রাজ্য কমিটি।
সম্প্রতি সিপিআইএম-এর সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, দলের কোনও স্তরের কমিটিতে কেউ তিনবারের বেশি সম্পাদক পদে থাকতে পারবেন না। নতুন নির্দেশিকা অনুসারে দলীয় সম্মেলন হলে এরাজ্যে সিপিআইএম-এর দশজন জেলা সম্পাদক পরিবর্তন হতে পারে। এই দশজনের মধ্যে রয়েছেন, সিপিআইএম-এর দার্জিলিং জেলা কমিটির সম্পাদক এম এল লেপচা, জলপাইগুড়ি জেলার মাণিক সান্যাল, কোচবিহার জেলার চণ্ডি পাল,  মালদা জেলার জীবন মৈত্র। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও সিপিআইএম-এর জেলা কমিটির সম্পাদক পরিবর্তন হতে চলেছে। এরমধ্যে রয়েছেন নদিয়া জেলার সিপিআইএম-এর সম্পাদক আশু ঘোষ, পুরুলিয়া জেলার নকুল মাহাতো, পশ্চিম মেদিনীপুর জেলার দীপক সরকার। হুগলির বিনোদ দাস, উত্তর চব্বিশ পরগনা জেলার অমিতাভ বসু ও কলকাতা জেলার সম্পাদক রঘুনাথ কুশারি। সিপিআইএম-এর এই দশজন জেলা সম্পাদকের অনেকে ইতিমধ্যেই দলকে জানিয়েছেন, অসুস্থতা ও বয়সের কারণে সম্পাদকের দায়িত্ব ছাড়তে চান তাঁরা।  
কেন্দ্রীয় নির্দেশিকা থাকলেও, যদি কোনও জেলার ক্ষেত্রে সিপিআইএম রাজ্য নেতৃত্ব মনে করেন কোনও জেলা সম্পাদককে তাঁরা দায়িত্বে বহাল রাখতে চান, সেক্ষেত্রে নির্দেশিকার ব্যতিক্রম হতে পারে।

.