জন্মদিনে কাকাবাবুকে শ্রদ্ধাজ্ঞাপন সিপিআইএম-এর
শ্রদ্ধায়, স্মরণে পালন করা হল ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃত্ মুজাফ্ফর আহমেদের ১২৪তম জন্মদিন। আলিমুদ্দিনে সিপিআইএমের রাজ্য সদর দফতরে তাঁর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলের রাজ্য সম্পাদক বিমান বসু সহ শীর্ষস্থানীয় নেতানেত্রীরা।
আলিমুদ্দিন স্ট্রিট, গণশক্তি ভবন থেকে শুরু করে মহাজাতি সদন। প্রতিবছরের মতো এবারও শ্রদ্ধার সঙ্গে মুজফফর আহমেদের জন্মদিন পালন করল সিপিআইএম। আলিমুদ্দিন স্ট্রিটে রাজ্য দফতরে কাকাবাবুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলের শীর্ষ নেতারা। গণশক্তি কার্যালয়েও পালিত হয় কাকাবাবুর জন্মদিন। মহাজাতি সদনে আয়োজিত সভায় শ্রোতাদের কাছে মুজফফর আহমেদের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু।
মুজফফর আহমেদের জীবন থেকে শিক্ষা নেওয়ার কথা বলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য নিরুপম সেন।
এদিন, উৎপল দত্ত ও প্রফুলচন্দ্র রায়ের ওপর লেখা দুটি বইয়ের লেখককে মুজফফর আহমেদ স্মৃতি পুরস্কার দেওয়া হয়। গণশক্তি ভবনে প্রয়াত সিপিআইএম নেতা পি সুন্দরাইয়ার জীবনের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।