Covid Positive বিধাননগর পুলিস কমিশনার, ভবানীপুর থানাতেই আক্রান্ত ২৪

গোটা থানাটাই ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে।

Updated By: Jan 5, 2022, 04:53 PM IST
Covid Positive বিধাননগর পুলিস কমিশনার, ভবানীপুর থানাতেই আক্রান্ত ২৪

নিজস্ব প্রতিবেদন : প্রথম ঢেউয়ের মত তৃতীয় ঢেউয়েও একের পর এক পুলিসকর্মী থেকে অফিসার করোনায় আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়েছেন বিধাননগর পুলিস কমিশনার সুপ্রতিম সরকার। তিনি ছাড়াও আরও ৬ জন পুলিসকর্মীও কোভিড পজিটিভ হয়েছেন।

কদিন ধরেই করোনার বেশ কিছু উপসর্গ দেখা গিয়েছিল বিধাননগর পুলিস কমিশনার সুপ্রতিম সরকার সহ বেশ কয়েকজন ট্রাফিক পুলিসকর্মী ও বিভিন্ন থানার পুলিস কর্মীদের মধ্যে। এরপর তাঁদের সবার করোনা পরীক্ষা করানো হয়। সোমবার রিপোর্ট আসে। তাতেই দেখা যায় যে পুলিস কমিশনার সুপ্রতিম সরকার এবং আরও ৬ জন বিধাননগরের ট্রাফিক পুলিসকর্মী ও বিভিন্ন থানার পুলিসকর্মী করোনায় আক্রান্ত। পুলিস কমিশনার সুপ্রতিম সরকার এই মুহূর্তে হোম কোয়ারেনটাইনে রয়েছেন। বাকিদের মধ্যে একজন বিধাননগর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অন্যরা হোম কোয়ারেনটাইনে রয়েছেন।

অন্যদিকে, ভবানীপুর থানায় ২৪ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। গোটা থানাটাই ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। থানায় যাঁরা আসছেন, তাঁদের লাইন দিয়ে ভিতরে ঢোকানো হচ্ছে। একজন অভিযোগ দায়ের করে বেরনোর পরই আরেকজনের ভিতরে ঢোকার অনুমতি মিলছে।

পাশাপাশি, কলকাতা পুলিসেও আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। আরও একজন জয়েন্ট সিপি পদমর্যাদার IPS অফিসার কোভিড পজিটিভ হলেন। ফলে কলকাতা পুলিসে করোনায় আক্রান্ত IPS অফিসারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সবমিলিয়ে মোট পুলিসকর্মী আক্রান্ত ১২২।

আরও পড়ুন, Covid 19 Positive: NRS, ন্যাশনাল মেডিক্যাল কলেজে শতাধিক করোনা আক্রান্ত, কলকাতার CBI দফতরে পজিটিভ ১৩

Covid Restrictions: ২ দিন নয়, সপ্তাহে ৩ দিনই রাজ্যে নামবে Delhi ও Mumbai-র বিমান

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.