Covid 19: রাজ্য়ে একদিনে লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্য়া, বাঁচার উপায় কী? জানালেন চিকিৎসকরা

রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় (Corona) আক্রান্ত ৭৪৫ জন। পজিটিভিটি রেট ৭.৩০ শতাংশ।

Updated By: Jun 23, 2022, 07:56 PM IST
Covid 19: রাজ্য়ে একদিনে লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্য়া, বাঁচার উপায় কী? জানালেন চিকিৎসকরা
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনায় (Corona) আক্রান্ত ৭৪৫ জন। পজিটিভিটি রেট ৭.৩০ শতাংশ। এই পরিস্থিতিতে কী করবেন সাধারণ মানুষ। Zee ২৪ ঘণ্টায় জানালেন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা।

কুণাল সরকার, চিকিৎসক: আমাদের খানিকটা সতর্ক, সাবধান তো থাকতেই হবে। তবে আগেই ভয় পাবেন না। এখন আমরা অনেক বেশি প্রস্তুত। আমাদের ইমিউনিটি ক্ষমতা বেড়েছে। এখন সর্দি, জ্বর ভাব, গলা ব্যথা দু-তিনদিন থাকছে। বেশি থাকছে না। ভাইরাসের ভয়াল কোপের প্রভাব কমেছে। আমাদের সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে। মনে হয় না ভয় পাওয়ার মতো এখনই কিছু হয়েছে।

কাজলকৃষ্ণ বণিক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ: উদ্বেগের কারণ নেই। এটাই স্বাভাবিক। মানুষ মাস্কের ব্যবহার ভুলেছে। আমরা বারবার বলছি ওমিক্রন কিন্তু রাজ্যে এখনও আছে। আমাদের বহু মানুষ এখনও পুরোপুরি ভাবে টিকা নেননি। নিয়ম না মানার প্রবণতাই এই সংখ্য়া বৃদ্ধির কারণ। সামগ্রিক ভাবে সকলকে তিনটে কাজ করতে হবে, প্রথমত ঢিলেমি দেবেন না মাস্ক ব্যবহার করুন। দ্বিতীয়ত, স্যানিটাইজার ব্যবহার করুন। তৃতীয়ত, যাঁরা টিকা নেননি এখনই টিকা নিন। 

যোগীরাজ রায়, কোভিড বিশেষজ্ঞ: করোনার সংখ্যা বাড়লে, এভাবেই বাড়ে। গত তিনটে ঢেউতে দেখেছি। তবে আগে অক্সিজেন কমে যাওয়ার রোগীর সংখ্যাও বাড়ত। কিন্তু এখন সকলেই মৃদু উপসর্গযুক্ত। আমাদের সতর্ক থাকতে হবে। যাঁরা বুঝতে পারছেন কোভিড হয়েছে, তাঁরা নিজেদের সাতদিনের জন্য ঘরবন্দি করুন।      

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.