Coronavirus: দেশে ফের সংক্রমণের বাড়বাড়ন্ত, মৃত্যু বৃদ্ধিতে বাড়ছে উদ্বেগ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন।
নিজস্ব প্রতিবেদন: গত কয়েকদিনে কিছুটা স্বস্তি এসেছিল দেশে। সংক্রমণ ও মৃত্যু হার অনেকটাই কমেছিল। মঙ্গলবার ৩০ হাজারের ঘরে ছিল করোনাসংক্রমণ। কিন্তু বুধবার ফের তা ছাড়িয়ে গেল ৪০ হাজারের গণ্ডি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৬২৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ১৭ লক্ষ ৬৯ হাজার ১৩২। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর সংখ্যাও চিন্তা বাড়াচ্ছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬২ জনের। সম্প্রতি অনেকটাই কমে গিয়েছিল দৈনিক মৃত্যু হার। কিন্তু বুধবারের পরিসংখ্যানে চিন্তা বাড়ছে।
এখনও পর্যন্ত করোনাভাইরাস দেশে প্রাণ কাড়ল ৪ লক্ষ ২৫ হাজার ৭৫৭ জনের। এদিকে সংক্রমণ বাড়তেই দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ফের বাড়ল। গত ২৪ ঘণ্টায় তা বেড়েছে প্রায় ৬ হাজার। এখন দেশে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৪ লক্ষ ১০ হাজার ৩৫৩ জন।
আরও পড়ুন, Weather Today:ফের নিম্নচাপের ভ্রুকুটি, ভারী বৃষ্টির সতর্কতা জারি কলকাতা-সহ একাধিক জেলায়
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৬৬৮ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৯ লক্ষ ৩৩ হাজার ২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। আইসিএমআর-এর রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষ ৪৭ হাজার ৫১৮টি নমুনা পরীক্ষা হয়েছে দেশে।
রাজ্যের করোনা চিত্রও তথৈবচ। মঙ্গলবার বাংলায় ৭২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। কলকাতায় করোনা সংক্রমিতের সংখ্যা ৫৯ জন। উত্তর ২৪ পরগনায় ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৭৬৮ জন।