শ্রীকান্ত মোহতাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, পথ অবরোধ কংগ্রেসের

পোর্টট্রাস্টের জমিদখল কাণ্ডে ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতারের দাবিতে এবার পথে নামল কংগ্রেস। আজ রাত আটটা  নাগাদ  কংগ্রেস কর্মী-সমর্থকরা তারাতলা থানার সামনে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধও চলে বেশ কিছুক্ষণ। পরে শ্রীকান্ত মোহতাকে গ্রেফতারের দাবিতে  বিক্ষোভকারীরা থানায় স্মারকলিপি জমা দেন।

Updated By: Sep 14, 2015, 09:45 PM IST

ওয়েব ডেস্ক: পোর্টট্রাস্টের জমিদখল কাণ্ডে ভেঙ্কটেশ ফিল্মসের কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতারের দাবিতে এবার পথে নামল কংগ্রেস। আজ রাত আটটা  নাগাদ  কংগ্রেস কর্মী-সমর্থকরা তারাতলা থানার সামনে বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধও চলে বেশ কিছুক্ষণ। পরে শ্রীকান্ত মোহতাকে গ্রেফতারের দাবিতে  বিক্ষোভকারীরা থানায় স্মারকলিপি জমা দেন।

শাসকদলে ঘনিষ্ঠ হওয়ার জেরেই পার পেয়ে যাচ্ছেন শ্রীকান্ত মোহতারা। অভিযোগ শমীক লাহিড়ির। তৃণমূলের মদতেই বাড়বাড়ন্ত জমি মাফিয়াদের।  অভিযোগ সিপিআইএম নেতার।

শাসকদলের ঘনিষ্ঠদের বিরুদ্ধে কখনোই কোনও ব্যবস্থা নেবে না তৃণমূল জমানার পুলিস। প্রতিক্রিয়া বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির।

পোর্টের জমি জবরদখলকাণ্ডে ফের প্রশ্নের মুখে পড়ল রাজ্যের আইনশৃঙ্খলা। ঘটনার পর চব্বিশ ঘন্টা কেটে গেলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। জামিন যোগ্য ধারায় রুজু হয়েছে মামলা। প্রশ্ন উঠেছে, পোর্ট স্ট্রাস্টের FIR সত্ত্বেও কেন অভিযুক্তদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নিল না পুলিস? FIR-এ শাসক-ঘনিষ্ট ব্যবসায়ীর নাম থাকাতেই কি পুলিসি গড়িমসি? বিরোধীদের অভিযোগ, ওপরমহলের অঙ্গুলিহেলনেই কার্যত দর্শকের ভূমিকায় তারাতলা থানা।

.