বাম-বিজেপি-র সঙ্গে প্রতিযোগিতায় নয়, প্রতিবাদেই আজ পথে নামল কংগ্রেস

বাম, বিজেপি পথে নেমেছিল আগেই। আর এবার আজ পথে নামল কংগ্রেস। তবে কোনও অভিযানে নয়, শুধুই ছিল মিছিল। নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর। তাঁর দাবি দাবি, কারোর সঙ্গে প্রতিযোগিতা নেই কংগ্রেস। বিরোধিতায় পথেই আছে কংগ্রেস।  

Updated By: May 27, 2017, 11:18 PM IST
বাম-বিজেপি-র সঙ্গে প্রতিযোগিতায় নয়, প্রতিবাদেই আজ পথে নামল কংগ্রেস
ছবি সৌজন্য : ফেসবুক

ওয়েব ডেস্ক : বাম, বিজেপি পথে নেমেছিল আগেই। আর এবার আজ পথে নামল কংগ্রেস। তবে কোনও অভিযানে নয়, শুধুই ছিল মিছিল। নেতৃত্বে ছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর। তাঁর দাবি দাবি, কারোর সঙ্গে প্রতিযোগিতা নেই কংগ্রেস। বিরোধিতায় পথেই আছে কংগ্রেস।  

আরও পড়ুন- লালবাজার অভিযানে জামিন পেলেন বিজেপির প্রথমসারির সব নেতা, ৭ কর্মীর ৩ দিনের পুলিস হেফাজত

আজ দুপুরে, ওয়েলিংটন থেকে গান্ধীমূর্তি পর্যন্ত মিছিল। হাঁটলেন অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্যরাও। ছিলেন প্রচুর কংগ্রেস কর্মী-সমর্থক। পুলিসের বিরুদ্ধে স্লোগান, তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা। আইন অমান্যের ঝাঁঝ না থাকলেও, বিরোধী আন্দোলনের সব উপাদানই দেখা গেল আজকের এই কংগ্রেসের মিছিলে। দিল্লিতে সোনিয়া-মমতা বৈঠকের পরের দিনই এই মিছিল। তবে প্রশ্ন উঠছে প্রদেশ কংগ্রেস নেতারা কী তাহলে এবার অস্বস্তিতে?

.