দুঃখের দিনে হুল্লোড় নয়, তৃণমূলকে কটাক্ষ 'অনাহূত' কংগ্রেসের

ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে আমন্ত্রণ না পেয়ে বিধান ভবনে আলাদাভাবে শহীদ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেসের সব শীর্ষ নেতারাই। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য নাম না করে শহীদ দিবস পালনের নামে `বিজয় উত্‍সব আর হুল্লোড়` করার অভিযোগ আনলেন তৃণমূলের বিরুদ্ধে।

Updated By: Jul 21, 2012, 12:19 PM IST

ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের সমাবেশে আমন্ত্রণ না পেয়ে বিধান ভবনে আলাদাভাবে শহীদ দিবস পালন করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন, প্রদেশ কংগ্রেসের সব শীর্ষ নেতারাই। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য নাম না করে শহীদ দিবস পালনের নামে `বিজয় উত্‍সব আর হুল্লোড়` করার অভিযোগ আনলেন তৃণমূলের বিরুদ্ধে।
প্রদীপবাবুর মতে, ২১ জুলাইয়ের শহীদ দিবস একটি দুঃখের দিন। সেদিন পুলিসের গুলিতে অকালে ঝরে গিয়েছিল, ১৩টি অমূল্য প্রাণ। তাই এই দিনটিতে হইহুল্লোড় বা বিজয় উত্‍সব না করে গুরুগম্ভীর পরিবেশে শহীদদের স্মরণ করতে চায় কংগ্রেস। একই সঙ্গে ২১ জুলাই তদন্ত কমিশনের কাজ কতটা যথাযথ ভাবে সম্পন্ন হবে তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
এদিন প্রদেশ কংগ্রেস দফতরে মিডিয়ার মুখোমুখি হয়ে প্রদীপ ভট্টাচার্য বলেন, ১৯৯৩ সালের ২১ জুলাই যাঁরা পুলিসের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁরা কেউ তৃণমূল ছিলেন না। তখন তৃণমূলের জন্মই হয়নি। কংগ্রেসের পতাকা হাতে মহাকরণ অভিযানে অংশ নিয়ে পুলিসের গুলিতে প্রাণ যাঁরা হারিয়েছিলেন, তাঁরা সকলেই ছিলেন কংগ্রেসের সমর্থক। তখন মমতা বন্দ্যাপাধ্যায় ছিলেন যুব কংগ্রেস নেত্রী। সেই মিছিল ছিল যুব কংগ্রেসের।

.