হলদিয়া ইস্যুতে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ কংগ্রেসের

তিনি বিরোধী নেত্রী থাকাকালীন তৃণমূল কংগ্রেসের জঙ্গি আন্দোলন রাজ্যছাড়া করেছিল টাটা গোষ্ঠীকে। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী হবার পরও পাল্টায়নি তার শিল্পবিরোধী মূর্তি। এবার বলি হলদিয়ার এবিজি গোষ্ঠী। বারবার এ ধরণের শিল্পবিরোধী ভাবমূর্তিতে রাজ্যে ধাক্কা খাবে বিনিয়োগ। যার সরাসরি প্রভাব পড়বে বেকারত্বে। এর প্রতিবাদে বৃহস্পতিবার মৌলালি মোড় স্তব্ধ করে বিক্ষোভ দেখালো প্রদেশ যুব কংগ্রেস।

Updated By: Nov 1, 2012, 06:19 PM IST

তিনি বিরোধী নেত্রী থাকাকালীন তৃণমূল কংগ্রেসের জঙ্গি আন্দোলন রাজ্যছাড়া করেছিল টাটা গোষ্ঠীকে। অভিযোগ, তিনি মুখ্যমন্ত্রী হবার পরও পাল্টায়নি তার শিল্পবিরোধী মূর্তি। এবার বলি হলদিয়ার এবিজি গোষ্ঠী। বারবার এ ধরণের শিল্পবিরোধী ভাবমূর্তিতে রাজ্যে ধাক্কা খাবে বিনিয়োগ। যার সরাসরি প্রভাব পড়বে বেকারত্বে। এর প্রতিবাদে বৃহস্পতিবার মৌলালি মোড় স্তব্ধ করে বিক্ষোভ দেখালো প্রদেশ যুব কংগ্রেস। বেলা সাড়ে এগারোটায় বিধানভবন থেকে শ`দুয়েক কংগ্রেস কর্মীর মিছিল পৌঁছয় মৌলালি। এরপর শুরু হয় পথ অবরোধ। পরে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। রাজ্য থেকে এভাবে একের পর এক শিল্পগোষ্ঠী বিতাড়িত হওয়ায় আগামি দিনে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে প্রদেশ নেতৃত্ব।
 

.