উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় বিভ্রান্তি ছড়াল

বিভ্রান্তি ছড়াল উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায়। গ্রাফ সংক্রান্ত একটি প্রশ্নের সমাধান করতে গিয়ে সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা।  কাউন্সিলের তরফে উত্তর পত্রের সঙ্গে গ্রাফ পেপার পাঠানো হয়নি। বহু স্কুলই তখন যোগাযোগ করে কাউন্সিলের সঙ্গে। কাউন্সিল জানায়, ওই প্রশ্নটি সমাধানের জন্য গ্রাফ পেপারের প্রয়োজন নেই।

Updated By: Mar 25, 2015, 05:30 PM IST

ওয়েব ডেস্ক: বিভ্রান্তি ছড়াল উচ্চ মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায়। গ্রাফ সংক্রান্ত একটি প্রশ্নের সমাধান করতে গিয়ে সমস্যায় পড়েন ছাত্রছাত্রীরা।  কাউন্সিলের তরফে উত্তর পত্রের সঙ্গে গ্রাফ পেপার পাঠানো হয়নি। বহু স্কুলই তখন যোগাযোগ করে কাউন্সিলের সঙ্গে। কাউন্সিল জানায়, ওই প্রশ্নটি সমাধানের জন্য গ্রাফ পেপারের প্রয়োজন নেই।

একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রগুলিকে গ্রাফ পেপার কিনে নিতে বলে কাউন্সিল। কাউন্সিলের এই নির্দেশেই তৈরি হয় আরও বিভ্রান্তি। কিছু পরীক্ষার্থী  উত্তর দেন গ্রাফ পেপারের সাহায্যে। কেউ কেউ শুধু সাদা কাগজে । প্রশ্ন উঠছে গ্রাফ পেপার ছাড়াই যখন উত্তর দেওয়া সম্ভব, তখন কেন স্কুলগুলিকে গ্রাফ পেপার কিনতে বলল কাউন্সিল?

.