চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলার অভিযোগ কন্ডাক্টরের বিরদ্ধে

অটোর পর এবার বাস কন্ডাক্টরের বেপরোয়া মেজাজের সাক্ষী থাকল শহর কলকাতা। চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। হাত ভেঙে গিয়েছে ওই যাত্রীর। চম্পট দিয়েছে বাসের চালক ও কন্ডাক্টর। পুলিসের তত্‍পরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যাত্রী।

Updated By: Jun 10, 2015, 03:43 PM IST

ওয়েব ডেস্ক: অটোর পর এবার বাস কন্ডাক্টরের বেপরোয়া মেজাজের সাক্ষী থাকল শহর কলকাতা। চলন্ত বাস থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। হাত ভেঙে গিয়েছে ওই যাত্রীর। চম্পট দিয়েছে বাসের চালক ও কন্ডাক্টর। পুলিসের তত্‍পরতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যাত্রী।

সকাল সোয়া ১১টা। অফিস যাবেন বলে শিয়ালদা থেকে ২৩০ নম্বর রুটের বাসে চেপেছিলেন অনুপম দত্ত। রোজকার মতোই। কিন্তু চেনা ছন্দের জীবনটা যে এক লহমায় বদলে যাবে ভাবতেও পারেননি অনুপমবাবু। তাঁর অভিযোগ, জীবনদীপ স্টপেজে বাস দাঁড় করাতে বললে চলন্ত বাস থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে দেন কন্ডাক্টর।

একটু ধাতস্থ হয়েই ভ্রমণ সংস্থার সহকর্মীদের খবর দেন অনুপমবাবু। তাঁরাই নিয়ে যান CMRI হাসপাতালে।

অনুপমবাবুর অভিযোগ, অ্যাম্বুলেন্স ডেকে দেওয়া ছাড়া আর কোনও সাহায্যই মেলেনি পুলিসের তরফে।

বাস সংগঠন অবশ্য চালক, কন্ডাক্টরের পাশে দাঁড়ায়নি। তাঁদের মতে, দুজনের বিরুদ্ধেই আইনত ব্যবস্থা নেওয়া দরকার। পুলিস-প্রশাসন শুনছে কি?

.