জমি অধিগ্রহণে সম্মতি নেই মুখ্যমন্ত্রীর

গুলি চালিয়ে জমি অধিগ্রহণ করা হবে না। জমি নেওয়ার প্রয়োজন হলে জমির মালিকের সম্মতি নিয়েই নেওয়া হবে। জনবসতিপূর্ণ এলাকা বাদ দিয়ে জমি নিতে হবে। জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রশ্নের জবাবে বিধানসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Mar 15, 2013, 05:59 PM IST

গুলি চালিয়ে জমি অধিগ্রহণ করা হবে না। জমি নেওয়ার প্রয়োজন হলে জমির মালিকের সম্মতি নিয়েই নেওয়া হবে। জনবসতিপূর্ণ এলাকা বাদ দিয়ে জমি নিতে হবে। জাতীয় সড়ক সম্প্রসারণ নিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের প্রশ্নের জবাবে বিধানসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও জানিয়েছেন ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের ব্যাপারে ইতিমধ্যেই ৪৬৫টি একর জমি জোগাড়  হয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনে প্রকল্পের নকশা বদল করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।  

.