মূল্যবৃদ্ধি নিয়ে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে আজ দুপুরে মহাকরণে ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে খাদ্যপণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রতিহত করার দিশানির্দেশিকা তৈরির চেষ্টা হবে এই বৈঠকে।

Updated By: Jul 2, 2012, 11:24 AM IST

মূল্যবৃদ্ধির কারণ খতিয়ে দেখতে আজ দুপুরে মহাকরণে ব্যবসায়ী ও হিমঘর মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনার মাধ্যমে খাদ্যপণ্যের সাম্প্রতিক মূল্যবৃদ্ধি প্রতিহত করার দিশানির্দেশিকা তৈরির চেষ্টা হবে এই বৈঠকে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে শনিবার বাজার পরিদর্শনে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি হুঁশিয়ারি দেন-"একশ্রেণীর ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছেন। তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার।" একইসঙ্গে তিনি কৃষিবিপণন দফতরের কাজেরও সমালোচনা করেন। মন্ত্রী অরূপ রায়ের দফতর দায়িত্ব পালনে ব্যর্থ বলেও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তবে বঙ্গে বর্ষার আগমন মুখ্যমন্ত্রীর টহল সত্ত্বেও বাজারদর এখনও আকাশ ছোঁয়া। বিশেষত সব্জির আকাশছোঁয়া দরে কার্যত মাথায় হাত ক্রেতাদের।

.