মহাকরণে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে মুখ্যমন্ত্রী

মাওবাদীদের সঙ্গে রাজ্য সরকারের শান্তিপ্রক্রিয়া চলবে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনই জানিয়েছেন মধ্যস্থতাকারীরা।

Updated By: Nov 18, 2011, 11:53 PM IST

মাওবাদীদের সঙ্গে রাজ্য সরকারের শান্তিপ্রক্রিয়া চলবে। আজ মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এমনই জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি প্রক্রিয়া চালু রাখার জন্য মধ্যস্থতাকারীদের কাছে অনুরোধ জানিয়েছেন। যদিও এই মধ্যস্থতাকারীরাই দিন কয়েক আগে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন। কিন্তু আজ সেই অবস্থান থেকে সরে আসেন তাঁরা। এর আগে সুজাত ভদ্র জানিয়ে দিয়েছিলেন, জঙ্গলমহলে যৌথবাহিনীর অভিযান বন্ধ না হলে, শান্তিপ্রক্রিয়া কোনওভাবেই চালু রাখা যাবে না। ওয়াকিবহাল মহলের অনুমান, রাজ্য সরকারের কাছে শর্ত রেখেই শান্তিপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার কাজে রাজি রইলেন মধ্যস্থতাকারীরা। তবে ঠিক কী শর্তে দুপক্ষের মধ্যে রফা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। 

.