Mamata Banerjee: মমতার মুকুটে ফের ডিলিট! এবার কোন বিশ্ববিদ্যালয়?
২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এ বছর 'নিরলস সাহিত্য সাধনা'র বাংলা আকাদেমি পুরস্কার পেয়েছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ডিলিট পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার ডিলিট উপাধি দিচ্ছেন সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয়! কবে? ৬ ফেব্রুয়ারি। সূত্রের খবর তেমনই।
ব্যবধান বছর চারেকের। ২০১৮ সালে মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। তখন রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। তাঁর হাতে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিলিট নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সম্প্রতি ডিলিট দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেয় সেন্ট জ়েভিয়ার্স কর্তৃপক্ষ। সম্মতি জানিয়েছেন মমতা।
এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিলিট দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তখন বিতর্ক হয়েছিল। এমনকী, মামলা গড়িয়েছিল হাইকোর্টেও। এ বছরই আবার 'নিরলস সাহিত্য সাধনা'র বাংলা আকাদেমি পুরস্কারও পেয়েছে মুখ্যমন্ত্রী। তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। এমনকী, মমতাকে বাংলা আকাদেমি পুরস্কারের প্রতিবাদে অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দেন বিশিষ্ট লেখক ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Mamata Banerjee, Suvendu Adhikari: বিধানসভায় বিজেপি বিধায়কদের নিয়ে মুখ্যমন্ত্রীর ঘরে শুভেন্দু...
চুপ করে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক জনসভায় তিনি বলেছিলেন,'আমি বই বিক্রি করলে বলবে, কেন এত বই বিক্রি হয়? লোকে বইগুলো পড়ে অনেক তথ্য পায় ও প্রয়োজনীয় বলে মনে করে, এজন্য হয়...যাও গিয়ে দেখ বই মেলায় বেস্ট সেলার কার বই। আরে আমি তো জীবনে কত পুরস্কার ছেড়ে দিয়েছি। পুরস্কারের প্রতি কোনও স্পৃহা নেই। এক হাজার কবিতার একটা বই লিখুন না বসে বসে। একটু বসে লিখুন। এত কাজের মধ্যেও নিজে নিজে ১২৫টা বই লিখুন'।