Mamata Banerjee: বিজেপির নবান্ন অভিযানের আগে কলকাতা ছাড়লেন মুখ্যমন্ত্রী
৪ দিনের জেলা সফরে এবারের গন্তব্য দুই মেদিনীপুর। এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানের পরই খড়গপুরের উদ্দেশ্য রওনা হন মুখ্যমন্ত্রী। শহরে ফিরবেন বৃহস্পতিবার।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পুলিস অনুমতি মেলেনি। মঙ্গলবার যখন নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছে বিজেপি, তখন কলকাতা ছাড়লেন মুখ্য়মন্ত্রী। ৪ দিনের জেলা সফরে তাঁর গন্তব্য দুই মেদিনীপুর। নেতাজি ইন্ডোরের সভার পরই খড়গপুরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রাতে থাকবেন রেল শহরেই। আগামিকাল পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সদস্যদের সঙ্গে বৈঠক করবেন খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। আরও বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। কলকাতায় ফিরবেন বৃহস্পতিবার।
২০২০-র পর ২০২২। দু'বছর পর ফের নবান্ন অভিযানে বিজেপি। আগামীকাল, মঙ্গলবার তিন দিক থেকে মিছিল করে নবান্নের দিকে যাবেন দলের কর্মী-সমর্থকরা। হাওড়া ময়দানে বিজেপির মিছিলে নেতৃত্ব দেবেন দলের রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার। সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারী, আর কলেজ স্কোয়ার দিলীপ ঘোষ। পুলিস অনুমতি না দিলেও নিজেদের কর্মসূচিতে এখনও অনড় গেরুয়াশিবির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'গোটা মন্ত্রিসভা চুরির দায়ে দোষী সাব্যস্ত হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সেই চোরেদের কাছ চোরেদের কাছ থেকে আবার পারমিশন নেওয়ার কী দরকার'। বিধায়ক অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি, 'দেখা যাক, কাল কী হয়। আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। অ্যারেস্ট করে, জলকামান দিয়ে, গুলি চালিয়ে, আমাদের মেরে থামানো যাবে না'। এই যখন পরিস্থিতি, তখনই ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: BJP Nabbana Aviyaan: পুলিসের অনুমতি ছাড়াই নবান্ন অভিযান! প্রস্তুতি তুঙ্গে গেরুয়াশিবিরে
কী কী কর্মসূচি থাকছে? রাতেই কলকাতা থেকে সড়কপথে খড়পুরে পৌঁছন মুখ্য়মন্ত্রী। রেলশহরে তাঁকে স্বাগত জানান স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। গাড়ি থামিয়ে খড়গপুর পুরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের সঙ্গে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রী। আগামিকাল খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কেই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে। পরের দিন, বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর ফের খড়গপুরে যাবেন তিনি। ইন্ডাস্ট্রিয়াল পার্কে 'জব ফেয়ার' উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপর সেখান থেকেই ফিরে যাবেন কলকাতায় ৷
এর আগে, মে মাসেই ৩ দিনের সফরে জঙ্গলমহলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেবার প্রশাসনিক বৈঠকের পর, পশ্চিম মেদিনীপুরে জনসভাও করেছিলেন তিনি।