Modi-র সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক চান Mamata, থাকবেন না রিভিউ বৈঠকে

রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকবেন রাজ্যপাল, মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Updated By: May 28, 2021, 01:15 PM IST
Modi-র সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক চান Mamata, থাকবেন না রিভিউ বৈঠকে

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ওয়ান টু ওয়ান  বৈঠক করতে চান মুখ্যমন্ত্রী। রিভিউ বৈঠকে যোগ দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ইতিমধ্যে নবান্নের তরফে দিল্লিকে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। 

সূত্রের খবর, রিভিউ মিটিংয়ে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী আজ দুপুর ২.১৫ থেকে ২.৩০ পর্যন্ত মোদী-মমতার বৈঠক হওয়ার কথা ছিল। নবান্ন সূত্রে খবর, উক্ত সময়ে মোদীর সঙ্গে ওয়ান টু ওয়ান বৈঠক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: নতুন উপসর্গ Buddhadeb Bhattacharya-র, অক্সিজেন লাগছে ৪ লিটার

আরও পড়ুন: মরা মাছ নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে শুকিয়ে বা ড্রাই করলে লোকে নিতে পারে: Mamata

জানা গিয়েছে, কলাইকুণ্ডায় আসার আগে ওড়িশার ৩টে জায়গায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওড়িশা থেকে ফেরার পথে কলাইকুণ্ডায় নামবেন। সেখানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। অন্যদিকে মমতা বন্দ্য়োপাধ্যায় যাবেন হিঙ্গলগঞ্জে। ওখানে জেলাশাসক-পুলিস সুপারের থেকে রিপোর্ট নেবেন তিনি। এরপর সাগর হয়ে কলাইকুণ্ডায় যাবেন।

.