Mamata Banerjee:রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে লাখেরও বেশি কর্মী নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর...

'চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি বাতিল করা, চাকরিতে বাধা দেওয়া, এটা দয়া করে কোনও রাজনৈতিক নেতারা করবেন না'।

Updated By: May 30, 2023, 05:47 PM IST
Mamata Banerjee:রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে লাখেরও বেশি কর্মী নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর...

সুতপা সেন: রাজ্যে বিভিন্ন সরকারি দফতরে কর্মী নিয়োগ। 'আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক করেছি, ২-১ মাসের মধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমরা আরও ১ লক্ষ ২৫ হাজারের মতো বিভিন্ন দফতরে কর্মী নিয়োগ করব', ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

কোন দফতরে কত নিয়োগ? এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, 'রাজ্য় সরকার নতুন কর্মী নিয়োগেও ব্য়াপক জোর দিচ্ছে। ১১ হাজার প্রাথমিক এবং ১৪ হাজার ৫০০ উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য শূন্য়পদ রয়েছে। আমরা এই দুটি নিয়োগ সম্পন্ন করতে বদ্ধপরিকর। কলেজ বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ জন অধ্যাপক নিয়োগের কাজ আমরা হাতে নিয়েছি। পুলিস বাহিনীর বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আয়কর দফতরে ৩ হাজার কনস্টেবল নিয়োগ হচ্ছে। রাজ্য সরকারের গ্রুপ ডি পদে আমরা ১২ হাজার আরও কর্মী নিয়োগ করছি। গ্রুপ সি-পদে ৩ হাজার নিয়োগ হবে'।

আরও পড়ুন: SSC Scam: 'বিচার কী হচ্ছে বুঝে গিয়েছি, আপনি আমার চিকিত্সার ব্যবস্থা করুন স্যার'

এর আগে, ইঞ্জিনিয়ারদের মতো এবার ডাক্তারদের জন্য ৩ বছরে ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবকে বসেছিলেন, 'যদি তোমরা একটা ডিপ্লোমা কোর্স করে, অন্তত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও কভার করতে পার। তাহলে আমার মনে হয়, এরা খুব ভালো রেজাল্ট দেবে'। স্রেফ চিকিৎসক নয়, এবার নার্স পদেও নিয়োগে করতে চলেছে সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, 'স্বাস্থ্য দফতরে আমরা ২ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করেছি। নার্স নিয়োগও করা হবে ৭ হাজার। কমিনউিনিটি স্বাস্থ্যকর্মী পদে ২০০ হাজার, ৭ হাজার আশাকর্মীও নিয়োগ হবে। সমাজকল্যাণ দফতরে অঙ্গনওয়াড়ি কর্মী পদে ৯ হাজার ৪৯৩ জনকে আর0 অঙ্গনওয়াড়ি হেল্পার পদে ১৩ হাজার ৯২৬ জনকে নিয়োগ  করব'। সঙ্গ বার্তা, 'শুধু আমরা চাইব, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি বাতিল করা, চাকরি বাধা দেওয়া এটা দয়া করে কোনও রাজনৈতিক নেতারা করবেন না। যুবকদের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে'। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.