মুখ্যমন্ত্রী-কুমারী শৈলজা বৈঠক

নন্দন, রবীন্দ্র সদন, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে টেগোর ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার তৈরির জন্য কেন্দ্রের কাছে এক হাজার কোটি টাকা দাবি করলেন মুখ্যমন্ত্রী। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা। ওই বৈঠকে টেগোর ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার তৈরির জন্য অর্থ দাবির পাশাপাশি জেলায় জেলায় রবীন্দ্র ভবন সংস্কারের জন্য আরও সাতষট্টি কোটি টাকা চান মুখ্যমন্ত্রী।

Updated By: Nov 5, 2011, 07:22 PM IST

নন্দন, রবীন্দ্র সদন, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে টেগোর ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার তৈরির জন্য কেন্দ্রের কাছে এক হাজার কোটি টাকা দাবি করলেন মুখ্যমন্ত্রী। মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা। ওই বৈঠকে টেগোর ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টার তৈরির জন্য অর্থ দাবির পাশাপাশি জেলায় জেলায় রবীন্দ্র ভবন সংস্কারের জন্য আরও সাতষট্টি কোটি টাকা চান মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়। কলকাতা ও জেলায় আর্থ-সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য আবাসন তৈরিতে কেন্দ্রীয় সাহায্য চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবকটি ক্ষেত্রেই সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কুমারী শৈলজা।

.