চাঁদার জুলুম থেকে বাদ গেল না কলকাতার অভিজাত বস্ত্র বিপণীও

ক্লাবের দাদাগিরি। চাঁদার জুলুম। বহু বছর পরে কলকাতা শহরে শোনা গেল এই দুটি কথা। চোখরাঙানি থেকে বাদ গেল না কলকাতার অভিজাত বস্ত্র বিপণীও। কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য সেখানে হামলা চালায় বলে অভিযোগ। কর্মচারীদের মারধর করা হয়। ভাঙচুর করা হয়েছে দোকানোর হোর্ডিং। দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন আগেই স্থানীয় এক ক্লাবের পক্ষ থেকে কয়েকজন এসে ৫০ হাজার টাকা চাঁদা চায়। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার নামে ওই টাকা চাওয়া হয়। আজ ফের এসে ক্লাবের ছেলেরা টাকা চায়। টাকা দিতে অস্বীকার করাতেই দোকানে হামলায় হয় বলে অভিযোগ। জোড়াসাঁকো থানায় অভিযোগ জানিয়েছে দোকান কর্তৃপক্ষ। যদিও স্থানীয় ক্লাব এই অভিযোগ অস্বীকার করেছে। 

Updated By: Jun 4, 2017, 08:39 PM IST
চাঁদার জুলুম থেকে বাদ গেল না কলকাতার অভিজাত বস্ত্র বিপণীও

ওয়েব ডেস্ক: ক্লাবের দাদাগিরি। চাঁদার জুলুম। বহু বছর পরে কলকাতা শহরে শোনা গেল এই দুটি কথা। চোখরাঙানি থেকে বাদ গেল না কলকাতার অভিজাত বস্ত্র বিপণীও। কলেজ স্ট্রিটের আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্য সেখানে হামলা চালায় বলে অভিযোগ। কর্মচারীদের মারধর করা হয়। ভাঙচুর করা হয়েছে দোকানোর হোর্ডিং। দোকান কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকদিন আগেই স্থানীয় এক ক্লাবের পক্ষ থেকে কয়েকজন এসে ৫০ হাজার টাকা চাঁদা চায়। ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার নামে ওই টাকা চাওয়া হয়। আজ ফের এসে ক্লাবের ছেলেরা টাকা চায়। টাকা দিতে অস্বীকার করাতেই দোকানে হামলায় হয় বলে অভিযোগ। জোড়াসাঁকো থানায় অভিযোগ জানিয়েছে দোকান কর্তৃপক্ষ। যদিও স্থানীয় ক্লাব এই অভিযোগ অস্বীকার করেছে। 

.