আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে বিকোচ্ছে একাদশের বই

একাদশ শ্রেণির বই ছাপা ও বিক্রির ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেই কলেজ স্ট্রিটের বইপাড়ায় অবাধে বিক্রি হচ্ছে একাদশ শ্রেণির পাঠ্যবই।  যে বই ছাপার ওপরেই নিষেধাজ্ঞা রয়েছে সেই বই বাজারে বিক্রি হওয়ায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ।একাদশ শ্রেণির বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছিল একটি প্রকাশনা সংস্থা। বেনিয়মের অভিযোগে বই ছাপা ও বিক্রির উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সত্যিই কি বন্ধ হয়েছে বই ছাপা?  

Updated By: Jul 16, 2013, 07:17 PM IST

একাদশ শ্রেণির বই ছাপা ও বিক্রির ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু আদালতের নির্দেশকে অগ্রাহ্য করেই কলেজ স্ট্রিটের বইপাড়ায় অবাধে বিক্রি হচ্ছে একাদশ শ্রেণির পাঠ্যবই।  যে বই ছাপার ওপরেই নিষেধাজ্ঞা রয়েছে সেই বই বাজারে বিক্রি হওয়ায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ।একাদশ শ্রেণির বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে গিয়েছিল একটি প্রকাশনা সংস্থা। বেনিয়মের অভিযোগে বই ছাপা ও বিক্রির উপর স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু সত্যিই কি বন্ধ হয়েছে বই ছাপা?
 
প্রকাশনী সংস্থাকে বই ছাপতে নিষেধাজ্ঞা। বইপাড়ায় শোনা গেল অন্য কথা।
একাদশ শ্রেণির ক্লাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 
 
তাই আর ঝুঁকি নিতে চায়নি ছাত্র-ছাত্রীরা।
বই বিক্রেতারাও জানাচ্ছেন বইয়ের স্টক প্রায় শেষ।
বুধবার হাইকোর্টে ফের এই মামলার শুনানি।  বই ছাপার ওপর স্থগিতাদেশ সঠিক ভাবে কার্যকর করার দায়িত্ব রাজ্যকে দিয়েছিল হাই কোর্ট। কিন্তু কলেজ স্ট্রিটের ছবি বলে দিচ্ছে সেই দায়িত্ব সরকার কতটা পালন করেছে। কারণ যে বই ছাপানোর টেন্ডার প্রক্রিয়ায় হাইকোর্ট বেনিয়ম দেখেছে সেই বই শুধু ছাপাই হয়নি রীতিমত রমরমিয়ে বিক্রি হচ্ছে বইপাড়ায়।
 

.