বৃষ্টিতে নাকাল শহর, রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত। মঙ্গলবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বৃষ্টির জোর বাড়ে। কলকাতার বিভিন্ন অংশে সামান্য জল জমে থাকার ছবিও ধার পড়ে।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত। মঙ্গলবার রাত থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বৃষ্টির জোর বাড়ে। কলকাতার বিভিন্ন অংশে সামান্য জল জমে থাকার ছবিও ধার পড়ে।
আগামী চব্বিশ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ রাজ্যের উপকূল এবং বাংলাদেশের দিকে। এর জেরে আগামী চব্বিশ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা বন্দরে জারি করা হয়েছে সতর্কতা। দীঘায় মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদেরও সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনা এবং সুন্দরবন অঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়ায় বিভিন্ন জায়গাতেও। চব্বিশ ঘণ্টা পর উত্তরবঙ্গেও এই নিম্নচাপের প্রভাব পারে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।