ফের উত্তপ্ত বাঘাযতীন
সিটু অফিস দখলকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাঘাযতীন এলাকা। ওই এলাকার বেশ কিছু সিটু কর্মী নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কর্মী তারক দাসের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সিটু অফিস দখলকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাঘাযতীন এলাকা। ওই এলাকার বেশ কিছু সিটু কর্মী নতুন করে আক্রান্ত হয়েছেন। তাঁদের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস কর্মী তারক দাসের নেতৃত্বেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার বাঘাযতীন স্টেশন সংলগ্ন সিটুর একটি অফিসে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙিয়ে দেওয়া হয়। তা নিয়েই উত্তেজনার সূত্রপাত। বৃহস্পতিবার সেই অফিসের তালা খুলে বৈঠক করেন সিটু নেতা, কর্মীরা। একটি পথ সভাও করা হয়। কিন্তু নেতারা এলাকা থেকে ফিরে যাওয়ার পরই শুরু হয় আক্রমণ। রাতে সিটু কর্মীদের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে দুই সিটু কর্মীকেও মারধরের অভিযোগ উঠেছে। রড, বেলচা দিয়ে আক্রমণ চালানো হয়।
স্থানীয় সিটু নেতৃত্বের অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মী তারক দাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে গাঙ্গুলিবাগান এলাকায় আক্রান্ত হন সাংবাদিকরা। সেই হামলার পিছনেও ছিলেন এই তারক দাসই। বুধবার থেকে একাধিকবার থানায় অভিযোগ জানানোর পরও নিষ্ক্রিয় পুলিস-প্রশাসন। তাঁদের ভূমিকা নিয়েও সবর হয়েছেন স্থানীয় সিটু নেতৃত্ব।