মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে কতজন দেখতে চান? পশ্চিমবঙ্গে একটা গণভোট হোক: মুকুল

বৃহস্পতিবার রানি রাসমণির সভায় গোটা দেশে নাগরিকত্ব সংশোধনীতে ব্রেক্সিটে ধাঁচে রাষ্ট্রসঙ্ঘের নিয়ন্ত্রণে গণভোটের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Dec 19, 2019, 07:05 PM IST
মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে কতজন দেখতে চান? পশ্চিমবঙ্গে একটা গণভোট হোক: মুকুল

অঞ্জন রায়: নাগরিকত্বপঞ্জি ও নাগরিক সংশোধনী আইন নিয়ে গণভোটের দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা পশ্চিমবঙ্গে গণভোট চাইলেন বিজেপি নেতা মুকুল রায়। তাঁর কথায়,''পশ্চিমবঙ্গে একটা লোকও ওনাকে ভোট দেবে না।''

বৃহস্পতিবার রানি রাসমণির সভায় গোটা দেশে নাগরিকত্ব সংশোধনীতে ব্রেক্সিটে ধাঁচে রাষ্ট্রসঙ্ঘের নিয়ন্ত্রণে গণভোটের দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,''সারা ভারতবর্ষে একটা গণভোট হোক হয়ে যাক। আপনি করবেন না। রাষ্ট্রসঙ্ঘ করবে। মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা থাক। তাদের নিয়ে কমিটি হোক। তৃণমূলের থাকার দরকার নেই। বিজেপির থাকার দরকার নেই। হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্ট্রানের দরকার নেই।''    

তার পাল্টা পশ্চিমবঙ্গে গণভোট চেয়েছেন মুকুল রায়। তিনি বলেন,''আমি বলছি, রাষ্ট্রসঙ্ঘের নজরদারিতে পশ্চিমবঙ্গে একটা গণভোট হোক। কত লোক ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান?একটা লোকও ওনাকে চাইবে না।'' 

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করে সংবিধান লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন মুকুল রায়। তাঁর কথায়, সংবিধান মেনে পদত্যাগ করুন আগে। দলের নেত্রী হিসেবে আন্দোলন করুন। উনি পদত্যাগ করবেন না পাছে চেয়ার চলে যায়। এদিন CAA-র বিরুদ্ধে সবাইকে আন্দোলনে নামার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুকুলের জবাব, সবাইকে আহ্বান করে ৩৪ থেকে নেমে ২২ হয়েছে। সবাই এক জায়গায় দাঁড়িয়ে আছে, কবে বাংলা থেকে মমতাকে বিদেয় করবে। 

আরও পড়ুন- Exclusive: মমতাকে বিঁধতে 'মেরুকরণ' হাতিয়ারে একাধিক কর্মসূচি বিজেপির

.