শিশুমৃত্যুতে চিকিত্সায় গাফিলতির অভিযোগ, হাসপাতালে ধুন্ধুমার

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত আড়াইটে নাগাদ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় তিন বছরের সানা সজ্জদ। 

Updated By: Dec 13, 2018, 04:34 PM IST
শিশুমৃত্যুতে চিকিত্সায় গাফিলতির অভিযোগ, হাসপাতালে ধুন্ধুমার

নিজস্ব প্রতিবেদন: চিকিত্সার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত পার্ক সার্কাস ইন্সস্টিউট অফ চাইল্ড হেলথ।  হাসপাতালে চলে বেপরোয়া ভাঙচুর।

আরও পড়ুন: কোন পথে রথযাত্রা? আজ প্রশাসন-বিজেপি বৈঠক লালবাজারে

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত আড়াইটে নাগাদ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয় তিন বছরের সানা সজ্জদ। সানার বাড়ি পার্কসার্কাসেই। পরিবারের অভিযোগ, চিকিত্সককে একাধিকবার জানানোর পর তিনি চিকিত্সা শুরু করেন।  কিন্তু রোগীর পরিবারকে স্পষ্টভাবে কিছুই জানানো হচ্ছিল না। এমনকি শিশুর শারীরিক অবস্থা কেমন রয়েছে, তাও জানানো হয়নি।

আরও পড়ুন: বোর্ড গঠনের আগেই উত্তপ্ত পুরুলিয়া, ‘অপহৃত’ বিজেপিনেতা সহ ৫

বৃহস্পতিবার হাসপাতালের তরফে শিশুর মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়। এরপরই ক্ষেপে ওঠেন শিশুর পরিবারের সদস্যরা। হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। চিকিত্সক কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে না পেরে হাসপাতালে বেপরোয়া ভাঙচুর চালান তারা। হাসপাতালে চত্বরে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। শিশুর আত্মীয়রা পুলিসকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে হাসপাতালের তরফে আশ্বস্ত করা হয়েছে।

.