স্বাধীনতা দিবসে রেডরোডে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী
স্বাধীনতা দিবসে মাতল আমাদের রাজ্যও। রেডরোডের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, নগরপাল, রাজ্য পুলিসের ডিজি।
ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে মাতল আমাদের রাজ্যও। রেডরোডের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, নগরপাল, রাজ্য পুলিসের ডিজি।
সত্তরে পা। দেশের বাকি অংশের সঙ্গে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মাতল আমাদের রাজ্যও। বনার্ঢ্য অনুষ্ঠানে নজর কাড়ল রেডরোড। সকাল থেকেই মঞ্চ তৈরি। ঘড়ির কাঁটা দশটার ঘর ছোঁয়ার আগেই পৌছে যান মুখ্যমন্ত্রী। জাতীয় সঙ্গীতের পর প্রথা মেনে জাতীয় পতাকা উত্তোলন। দক্ষতার স্বীকৃতি হিসাবে ৭ পুলিস কর্মীকে বিশেষ পদক প্রদান করলেন মুখ্যমন্ত্রী। পদক পেলেন-
সঞ্জয় মুখোপাধ্যায়, ডিজি ফায়ার
অজয় মুকুন্দ রানাডে, IGP, দক্ষিণবঙ্গ
আরও পড়ুন আজকের দিনে জন্মগ্রহণ করেই কী কবি পেয়েছিলেন 'আসল' স্বাধীনতা!
বিশাল গর্গ, জয়েন্ট সিপি, ক্রাইম
সুব্রত মিত্র, ডিআইজি, প্রেসিডেন্সি রেঞ্জ
শুভ্রশঙ্খ চক্রবর্তী, ওএসডি, সিএমও
দীপনারায়ণ গোস্বামী, ডিসি, এসবি
শান্তনু সিনহা বিশ্বাস, ওসি, কালীঘাট
আরও পড়ুন আজ স্বাধীনতা দিবসের দিনেই জন্মদিন দার্শনিক, বিপ্লবী অরবিন্দ ঘোষের
পদক প্রদান শেষে রেড রোড চলে গেল কলকাতা পুলিস, দমকল, রাফের বিশেষ বাহিনীর দখলে। কুচকাওয়াজে মাতল রেডরোড। কুচকাওয়াজের শব্দ মিলিয়ে যেতে না যেতেই হাজির স্কুল পড়ুয়ারা কচিকাঁচারা। নানা রংয়ের পোশাক ও নাচের তালে রেডরোড মাতাল বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা।
পিছিয়ে ছিল না রাজ্যে সরকারের বিভিন্ন দফতরও। রং বেরংয়ের ট্যাবলোর মাধ্যমে খাদ্যসাথী, সবুজসাথী, সুকন্যা, কন্যাশ্রীর মতো প্রকল্পের খুঁটিনাটি তুলে ধরল তারা। প্রতিবারের মতোই বিশেষ নজর কাড়ল মত্সদফতর, বনদফতরের ট্যাবলো। দর্শকাশনে বসে আগাগোড়া উত্সাহ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জমজমাট অনুষ্ঠানে কিছুটা হলেও তাল কাটল বৃষ্টি। লোকপ্রসার প্রকল্পের অনুষ্ঠান চলাকালীন পা পিছলে পড়ে যান এক লোকশিল্পী। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।