অবাধ ভোটে তত্পর কমিশন, লালবাজারে ডিসিদের সঙ্গে ভিডিও-বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক
পশ্চিমবঙ্গের কোন কোন বুথ এলাকা স্পর্শকাতর, সেখানে কীভাবে বাহিনী মোতায়েন করা হবে
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে সুষ্ঠ নির্বাচন করতে তত্পর নির্বাচন কমিশন। ভোট যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য কোনওরকমের ক্রটি রাখছে না কমিশন। শুক্রবার কলকাতা পুলিসের সব ডিসিদের সঙ্গে ভিডিও বৈঠক করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক। এদিন বেলা ১১.৪৫ মিনিটে লালবাজারে ভিডিও কনফারেন্সে জরুরি কথা বলবেন তিনি।
ভিডিও কনফারেন্সে কলকাতা পুলিসের ডিসিদের সঙ্গে যে সব বিষয়ে কথা হতে পারে...
-রাজ্যে কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন হবে, তা নিয়ে কথা হবে
-বাংলার কোন কোন এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে
-কোথায় কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী থাকবে
-পশ্চিমবঙ্গের কোন কোন বুথ এলাকা স্পর্শকাতর, সেখানে কীভাবে বাহিনী মোতায়েন করা হবে
-রাজ্য সরকার তার নিজস্ব বাহিনী কীভাবে কাজে লাগাবে, তাও জানতে চাইবেন মুখ্য নির্বাচনী আধিকারিক
-প্রয়োজনে নির্দিষ্ট নির্দেশ দিতে পারেন তিনি
আরও পড়ুন- বাপের বেটা হলে মমতার সামনে বলল না কেন? অর্জুনকে প্রশ্ন ফিরহাদের
ইতিমধ্যেই রাজ্যে ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। শুক্রবার রাজ্যে আসছে আরও ৯ কোম্পানি আধা সেনা। বীরভূমের মহম্মদবাজার ও ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। নেতৃত্বে রয়েছেন রামপুরহাটের এসডিপিও।
পূর্ব মেদিনীপুরের রামনগরেও টহল দিচ্ছে আধা সেনা। বৃহস্পতিবার বিকাল থেকেই টহল দিচ্ছে এক কোম্পানি বাহিনী।