শিল্পা শেট্টির বিরুদ্ধে শেক্সপিয়ার থানায় এফআইআর দায়ের কলকাতার সংস্থার

অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করল কলকাতার একটি বেসরকারি সংস্থা। ন কোটি টাকা প্রতারণার অভিযোগ এনে শেক্সপিয়র সরণি থানায় FIR দায়ের করেছেন সংস্থার প্রতিনিধি দেবাশিস গুহ। অভিযোগ, দুবছরে দশ গুণ টাকা ফেরত্‍ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শিল্পার কোম্পানি এসেনসিয়াল স্পোর্টস্ প্রাইভেট লিমিটেড। এম কে মিডিয়া নামে কলকাতার ওই সংস্থার অভিযোগ, শিল্পার সংস্থা তিরিশ লক্ষ শেয়ারও বরাদ্দ করেছিল,যা পরবর্তী সময়ে মূল্যহীন প্রমানিত হয়। শিল্পা ছাড়াও তাঁর কোম্পানির কর্তা রিপু সুদন কুন্দ্রার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

Updated By: Mar 22, 2015, 03:48 PM IST
শিল্পা শেট্টির বিরুদ্ধে শেক্সপিয়ার থানায় এফআইআর দায়ের কলকাতার সংস্থার

ওয়েব ডেস্ক: অভিনেত্রী শিল্পা শেট্টির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করল কলকাতার একটি বেসরকারি সংস্থা। ন কোটি টাকা প্রতারণার অভিযোগ এনে শেক্সপিয়র সরণি থানায় FIR দায়ের করেছেন সংস্থার প্রতিনিধি দেবাশিস গুহ। অভিযোগ, দুবছরে দশ গুণ টাকা ফেরত্‍ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল শিল্পার কোম্পানি এসেনসিয়াল স্পোর্টস্ প্রাইভেট লিমিটেড। এম কে মিডিয়া নামে কলকাতার ওই সংস্থার অভিযোগ, শিল্পার সংস্থা তিরিশ লক্ষ শেয়ারও বরাদ্দ করেছিল,যা পরবর্তী সময়ে মূল্যহীন প্রমানিত হয়। শিল্পা ছাড়াও তাঁর কোম্পানির কর্তা রিপু সুদন কুন্দ্রার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

.