কমিশনের নজরে মুখ্যমন্ত্রী

কমিশনের নজরে এবার খোদ মুখমন্ত্রী। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। সুন্দরবনকে জেলা ঘোষণা নিয়ে কমিশনের নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ এপ্রিল রায়দিঘিতে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের সমর্থনে সভা করেন মুখমন্ত্রী। ওই সভা থেকেই সুন্দরবনকে নতুন জেলা করার কথা বলেন তিনি। এই ঘোষণাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে যায় বিরোধী শিবির। সেই প্রেক্ষিতে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে কমিশন। তাঁর কাছে কমিশন জানতে চেয়েছে সুন্দরবনকে জেলা ঘোষণার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল? নাকি রায়দিঘির সভায় এই ঘোষণা হয়েছে।

Updated By: May 4, 2016, 10:49 AM IST
কমিশনের নজরে মুখ্যমন্ত্রী

ওয়েব ডেস্ক: কমিশনের নজরে এবার খোদ মুখমন্ত্রী। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। সুন্দরবনকে জেলা ঘোষণা নিয়ে কমিশনের নজরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৬ এপ্রিল রায়দিঘিতে তৃণমূল প্রার্থী দেবশ্রী রায়ের সমর্থনে সভা করেন মুখমন্ত্রী। ওই সভা থেকেই সুন্দরবনকে নতুন জেলা করার কথা বলেন তিনি। এই ঘোষণাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে কমিশনে যায় বিরোধী শিবির। সেই প্রেক্ষিতে মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে কমিশন। তাঁর কাছে কমিশন জানতে চেয়েছে সুন্দরবনকে জেলা ঘোষণার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল? নাকি রায়দিঘির সভায় এই ঘোষণা হয়েছে।

 

.