দলবদলে ডিভোর্স? সৌমিত্রর নোটিসে প্রশ্ন তুললেন Chandrima
গতকাল, সোমবার সুজাতা খাঁ যোগ দেন তৃণমূলে। তার অব্যবহিত পরেই সাংবাদিক বৈঠকে সৌমিত্র জানিয়ে দেন, স্ত্রীকে বিবাহবিচ্ছেদ নোটিস পাঠাতে চলেছেন।
নিজস্ব প্রতিবেদন: স্ত্রী অন্য দলে যোগদান করলে কি বিবাহবিচ্ছেদ করা যেতে পারে? সৌমিত্র খাঁয়ের ডিভোর্স নোটিসের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মনে করিয়ে দিলেন, 'যে কোনও রাজনৈতিক দল করার সংবিধানিক অধিকার রয়েছে প্রাপ্তবয়স্ক মহিলার।'
গতকাল, সোমবার সুজাতা খাঁ (Sujata Mondal Khan) যোগ দেন তৃণমূলে (TMC)। তার অব্যবহিত পরেই সাংবাদিক বৈঠকে সৌমিত্র জানিয়ে দেন, স্ত্রীকে বিবাহবিচ্ছেদ নোটিস পাঠাতে চলেছেন। সেই মতো এ দিন স্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছেন সৌমিত্র (Soumitra Khan)। এনিয়ে হরিপালের সভায় চন্দ্রিমা (Chandrima Bhattacharya) প্রশ্ন তোলেন,'দল ছেড়ে অন্য দলে যোগদান করলেই কি বিবাহবিচ্ছেদ দেওয়া যেতে পারে? এটা কি আইনি? তাহলে বলব মহিলাদের যেন সবাই সম্মান দেয়। তিনি যে কোনও দল করতে পারেন।'
সাংবাদিক বৈঠকে সৌমিত্র বলেছিলেন,'১০টা বছর সুজাতা বলতে পাগল ছিলাম। সেই মানুষটার কথা না শুনে এই জায়গায় এলে? আজ খাঁ পদবি থেকে মুক্তি দিচ্ছি। সৌমিত্র খাঁয়ের নাম থেকে মুক্তি দিচ্ছি। খাঁ পদবি লিখো না।' এই প্রসঙ্গে চন্দ্রিমা বলেন,'আমার বৈবাহিক পদবি বসু। তা ব্যবহার করি না। আমি ভট্টাচার্য পদবি ব্যবহার করি। তাতে আমার শ্বশুরবাড়িতে কোনও অসুবিধা হয় না। স্বামীর সঙ্গেই থাকি। খাঁ পদবি থেকে মুক্তি দিলাম, এটা ঠিক নয়। প্রাপ্তবয়স্ক মহিলা যে কোনও দল করার অধিকার দিয়েছে দেশের সংবিধান।'
আরও পড়ুন- সব উত্তর দিয়েছি, এর জন্য অমিত শাহকে ধোকলা খাওয়াতে হবে: Mamata