মুন্নাকে চেয়ারচ্যুত করে চেয়ারম্যান রঞ্জিত শীল

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন রঞ্জিত শীল। আজকের নির্বাচনে তিনি ৬-১ ভোটের ব্যাবধানে জয় লাভ করেন। গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না এই বরোর চেয়ারম্যান ছিলেন। আদালতের নির্দেশে এখন তিনি জেলে। মুন্নার অনুপস্থিতিতে বরোর কাজকর্ম ব্যাহত হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে।  

Updated By: Apr 18, 2013, 01:45 PM IST

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরোর নয়া চেয়ারম্যান নির্বাচিত হলেন রঞ্জিত শীল। আজকের নির্বাচনে তিনি ৬-১ ভোটের ব্যাবধানে জয় লাভ করেন। গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না এই বরোর চেয়ারম্যান ছিলেন। আদালতের নির্দেশে এখন তিনি জেলে। মুন্নার অনুপস্থিতিতে বরোর কাজকর্ম ব্যাহত হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে।  
গার্ডেনরিচকাণ্ডে অন্যতম অভিযুক্ত মহম্মদ ইকবাল ওরফে মুন্না এই বরোর চেয়ারম্যান ছিলেন। আদালতের নির্দেশে এখন তিনি জেলে। মুন্নার অনুপস্থিতিতে বরোর কাজকর্ম ব্যাহত হওয়ায় ক্ষোভ তৈরি হচ্ছিল সাধারণ মানুষের মধ্যে। তবে এই বোরো চেয়ারম্যান পদে নির্বাচনকে ঘিরে কিছুটা চাপেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ওই পদে একশ তেত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রঞ্জিত শীলকে সমর্থন করার জন্য নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুরসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক। এই নির্দেশিকায় রীতিমতো ক্ষুব্ধ  বন্দর এলাকার তৃণমূল কাউন্সিলররা।

.