Modi-Mamata: ট্যাক্স বাবদ সব রাজ্যের প্রাপ্য টাকা মেটালো কেন্দ্র, কত পেল বাংলা?
বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। 'কোথা থেকে এত টাকা পাব'? মেদিনীপুরের এক জনসভায় কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: ফের রাজ্যকে টাকা দিল কেন্দ্র। কোনখাতে? কর বাবদ রাজ্যগুলির যে টাকা প্রাপ্য, সেই টাকার মার্চ মাসের বরাদ্দ মিটিয়ে দিল মোদী সরকার। বাংলা পেল ১০ হাজার ৬৪২ কোটি টাকা।
বকেয়া ডিএ নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। 'কোথা থেকে এত টাকা পাব'? মেদিনীপুরের এক জনসভায় কেন্দ্রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। কেন? তাঁর অভিযোগ, 'কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না'। স্রেফ বাংলা নয়, মার্চে মাসের বরাদ্দ হিসেবে এবার কর বাবদ টাকা পেল সমস্ত রাজ্যই।
আরও পড়ুন: SSC: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘনিষ্ঠ আরও এক তৃণমূল যুবনেতা
এর আগে, ফেব্রুয়ারিতে বাংলার জন্য় শিক্ষাখাতে ২ হাজার ৬৫০ কোটি মঞ্জুর করে কেন্দ্র। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে। এমনকী, শর্তসাপেক্ষেই বাংলায় আবাস যোজনায়ও টাকা বরাদ্দ করেছে মোদী সরকার। কত? মোট ১১ লাখ বাড়ি তৈরির জন্য৮,২০০ কোটি টাকা।