Online Admission: এক পোর্টালেই এবার ভর্তি রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে....

চলতি শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে নয়া ব্যবস্থা।

Updated By: Feb 21, 2023, 10:11 PM IST
Online Admission: এক পোর্টালেই এবার ভর্তি রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে....

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল গত বছর। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অবশেষে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা করছে শিক্ষা দফতর। কবে? চলতি শিক্ষাবর্ষ থেকেই। শুধু তাই নয়, পোর্টাল দেখভালের জন্য গঠন করা হল ১০ সদস্যের কমিটি।

১ মার্চ নয়, ৬ মার্চ। উচ্চমাধ্যমিকে অ্যাডমিট বিতরণের সময় পিছিয়ে গিয়েছে। ১৪ মার্চ থেকে শুরু পরীক্ষা। চলবে  ২৭ মার্চ পর্যন্ত। এরপর যাঁরা স্নাতকে ভর্তি হবে, তাদের অবশ্য ফর্মের লাইনে দাঁড়াতে হয় না। রাজ্যের সমস্ত কলেজেই এখন আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া চলে অনলাইনে। এবার তেমনটাই হবে, তবে কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে।

আরও পড়ুন: SSC: ' ইংরেজি বুঝতে পারব না', হাইকোর্টে প্রশ্নের মুখে টেট পরীক্ষকের যোগ্যতা

এর আগে, গত বছর কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে আসতে হয়েছিল রাজ্যকে। কেন? সেক্ষেত্রে আলাদাভাবে একটি পোর্টাল তৈরি করার প্রয়োজন ছিল। কিন্তু হাতে বেশি সময় ছিল না। ফলে পোর্টালটি নির্ভুলভাবে তৈরি করা যায়নি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.